রিভিউ নিয়ে সিদ্ধানহীনতা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়, চট্টগ্রাম টেস্টে অবিশ্বাস্য হারের জন্যও অধিনায়ক মুমিনুল হকের রিভিউ না নেওয়াকে অনেকে দায়ী করেন। সেই বাজে অভিজ্ঞতা থেকেও শিক্ষা নেয়নি মুমিনুল, আজও নিশ্চিত আউট হলেও রিভিউ নেননি তিনি।
চতুর্থ দিনের প্রথম সেশনটা ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে, সিরিজে পিছিয়ে থাকায় যার সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশই, দিনের ৩ উইকেটে ৪১ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ দল শুরুতেই উইকেট হারায়। নাইটওয়াচম্যান জোমেল ওয়ারিকানকে ফেরান পেসার আবু জায়েদ রাহি, ৫৫ রানে ৪ উইকেট হারায় ক্যারিবিয়ানরা।
৫৫ রানে পঞ্চম উইকেটও তুলে নেওয়ার সুযোগ এসেছিল বাংলাদেশের, তবে ক্যাচ দিয়েও অধিনায়ক মুমিনুল হক উইকেটরক্ষক লিটন দাসের নিষ্ক্রিয়তায় বেঁচে যান প্রথম টেস্টের হিরো কাইল মায়ার্স। তবে সেই আক্ষেপটা দীর্ঘ হতে দেননি রাহি, ৬ রান করা মায়ার্সকে লেগ-বিফোরের ফাঁদে ফেলে তুলে নেন নিজের দ্বিতীয় উইকেট।
প্রতিবেদন লিখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ৭৩ রান, প্রথম ইনিংসে ১১৩ রানের লিড নেওয়া দলটি এগিয়ে আছে ১৮৬ রানে।