রবিবার রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতেই প্রথম ইনিংসে মাত্র ১৩৪ রানেই গুটিয়ে গেছে সফরকারী ইংল্যান্ড। ডানহাতি এই স্পিনারের বিরুদ্ধে কোন প্রতিরোধই গড়তে পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা। চেন্নাইয়ে সফরকারী ব্যাটসম্যানদের নাকানিচুবানি খাইয়ে ইনিংসে আরও একবার ৫ উইকেট তুলে নিয়েছেন লাল বলে সময়ের সেরা স্পিনার।
ইংল্যান্ডের প্রথম ইনিংসে ২৩.৫ ওভারে ৪ মেইডেন সহ মাত্র ৪৩ রানে ৫ উইকেট নিয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। যেখানে দুই বাহাতি ব্যাটসম্যান বেন স্টোকস এবং স্টুয়ার্ট ব্রডকেও প্যাভিলিয়নে ফিরিয়েছেন ডানহাতি স্পিনার। ফলে টেস্ট ইতিহাসের প্রথম বোলার হিসেবে বাঁহাতি ব্যাটসম্যানদের ২০০ বার আউট করার কীর্তি গড়েছেন ভারতীয় স্পিনার।
ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস এবং পেসার স্টুয়ার্ট ব্রড দুজনেই অশ্বিনের বলে সরাসরি বোল্ড হয়েছেন।
লাল বলে আর মাত্র ৯ উইকেট পেলেই টেস্টে ৪০০ উইকেটের এলিট ক্লাবে প্রবেশ করবেন রবিচন্দ্রন অশ্বিন। এখন পর্যন্ত ৭৬ টেস্টের ১৪১ ইনিংসে ২৫.২৬ গড়ে ৩৯১ উইকেট নিয়েছেন এই অফস্পিনার। যেখানে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ২৯ বার এবং ম্যাচে দশ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ৭বার।
টেস্টে বাহাতি ব্যাটসম্যানদের সর্বাধিক আউট করা বোলারদের তালিকাঃ
- ২০০* – রবিচন্দ্রন অশ্বিন
- ১৯১ – মুত্তিয়া মুরালিধরন
- ১৯০ – জেমস অ্যান্ডারসন