সারাবিশ্বের মানুষের মাঝে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা তৈরির উদ্দেশ্যে আয়োজিত ‘ওয়ার্ল্ড রোড সেফটি সিরিজ’ এর এবারের আসর মাঠে গড়াচ্ছে আগামী ৫ই মার্চ। উদ্বোধনী ম্যাচেই ইন্ডিয়ান লিজেন্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ লিজেন্ডস।
সারাবিশ্বে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। অনেকে বেঁচে গেলেও সারাজীবন জন্য পঙ্গুত্বের শিকলে বন্দী হচ্ছেন। ব্যাপক আকার ধারণ করা এই দূর্ঘটনার অন্যতম একটি কারণ মানুষের অসচেতনতা। তাই মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাবেক তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে ২০২০ সালে ভারতে আয়োজন করা হয়েছিল ‘ওয়ার্ল্ড রোড সেফটি সিরিজ’।
তবে করোনা প্রাদুর্ভাবে গেল বছর মাঝপথেই বন্ধ হয়ে গেছিলো সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই ক্রিকেটযজ্ঞ। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবার মাঠে ফিরছেন সাবেক তারকা ক্রিকেটাররা। আর এবারের আয়োজনে প্রথমবারের মত অংশ নিবে বাংলাদেশেও।
তবে বাংলাদেশ লিজেন্ডস নামের এই দলে কোন কোন সাবেক টাইগার তারকা ক্রিকেটারদের দেখা যাবে, তা এখনও নিশ্চিত করেনি আয়োজকরা।
করোনা ঝুঁকির কথা মাথায় রেখে এবারের আসর থেকে সরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া লিজেন্ডস। তবে বাংলাদেশের সাথে নতুন দল হিসেবে দেখা যাবে ইংল্যান্ড লিজেন্ডসকেও।
ভারতের রায়পুর এবং ছত্তিশগড়ে ওয়ার্ল্ড রোড সেফটি সিরিজের এবারের আসরটির মাঠে গড়াবে। এ আয়োজনে শচীন টেন্ডুলকার, বীরেন্দ্রর শেবাগ, ব্রায়ান লারা, মুত্তিয়া মুরালিধরন, তিলেকারত্নে দিলশান, জন্টি রোডস সহ আরও সাবেক তারকাদের দেখা যাবে।