আগামী ৫ই মার্চ ইন্ডিয়ান লিজেন্ডস এবং বাংলাদেশ লিজেন্ডসের ম্যাচ দিয়ে পর্দা উঠবে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের এবারের আসরের। স্বাগতিক ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ছাড়াও এবারের আসরে নতুন দল হিসেবে অংশ নিবে বাংলাদেশ এবং ইংল্যান্ড। তবে করোনার স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে সরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া।
সারাবিশ্বের মানুষের মাঝে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা তৈরির উদ্দেশ্যে আয়োজিত ‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ’ এর এবার আসর অনুষ্ঠিত হবে রায়পুরের ছত্তিশগড়ে। এবারের আসরেও শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, মুত্তিয়া মুরালিধরন, কেভিন পিটারসেন, জন্টি রোডস, মোহাম্মদ রফিকদের মত তারকাদের মাঠ মাতাতে দেখা যাবে।
এক নজরে দেখে নিন এবারের আসরে অংশ নেওয়া দল গুলোর স্কোয়াডঃ
ইন্ডিয়ান লিজেন্ডস স্কোয়াডঃ
বীরেন্দর শেবাগ, শচীন টেন্ডুলকার, যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ, রবি গায়কোয়াড়, ইরফান পাঠান, নোয়েল ডেভিড, সৈরাজ বাহুটুলে, সঞ্জয় বাঙ্গার, সামির দিঘে, মনপ্রীত গনি, মুনাফ প্যাটেল, প্রজ্ঞান ওঝা এবং জহির খান।
বাংলাদেশ লিজেন্ডস স্কোয়াডঃ
মোহাম্মদ রফিক (অধিনায়ক), জাভেদ ওমর বেলিম, নাফিস ইকবাল, আফতাব আহমেদ, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, মেহরাব হোসেন অপি, হান্নান সরকার, রাজিন সালেহ, আব্দুর রাজ্জাক, মুশফিকুর রহমান বাবু, মোহাম্মদ শরিফ, আলমগীর কবির।
ইংল্যান্ড লিজেন্ডস স্কোয়াডঃ
কেভিন পিটারসেন (অধিনায়ক), ওয়াইজ শাহ, ফিলিপ মাস্টার্ড, জোনাথন ট্রট, মন্টি পানেসার,জেমস ট্রেডওয়েল, ক্রিস স্কোফিল্ড , ঙ্ক কম্পটন, কবির আলি, সাজিদ মাহমুদ, রায়ান সাইডবটম, উসমান আফয়াল, ম্যাথু হগার্ড এবং জেমস টিনডাল।
শ্রীলঙ্কা লিজেন্ডস স্কোয়াডঃ
চামারা কাপুগেদেরা, তিলকারত্নে দিলশান, মারভান আতাপাত্তু, অজন্তা মেন্ডিস, চামিন্দা ভাস, মুত্তিয়াহ মুরালিধরন, রঙ্গনা হেরাথ, দুলাঞ্জানা বিজেসিংহে, সাচিত্রা সেনানায়েকে, থিলান থুশারা, উপুল চন্দনা, পারভেজ মাহরুফ, মালিন্দা ওয়ার্নাপুরা, রমেশ কালুভিথারানা।
সাউথ আফ্রিকা লিজেন্ডস স্কোয়াডঃ
হার্শেল গিবস, জ্যাক রুডলফ, ল্যান্স ক্লুজনার, জন্টি রোডস, লয়েড নরিস জোনস, মার্টিন ভ্যান জার্সভেল্ড, গারনেট ক্রুগার, পল হ্যারিস, রজার টেলিমাচাস, অ্যালবি মরকেল, অ্যান্ড্রু হল, ইয়োহান ভ্যান ডার ওয়াথ, রায়ান ম্যাকলারেন, মর্নে ভ্যান উইক।
ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস স্কোয়াডঃ
ব্রায়ান লারা, শিবনারায়ন চন্দরপাল, দিনানাথ রামনারাইন, দাঞ্জা হায়াত, ড্যারেন গঙ্গা, রেনফোর্ড পিনক, রিকার্ডো পাওয়েল, অ্যাডাম স্যানফোর্ড, পেড্রো কলিন্স, স্যামুয়েল বাদ্রি, সুলেমান বেন, টিনো বেস্ট, কার্ল হুপার, রিডলি জ্যাকবস।
রোড ওয়ার্ল্ড সেফটি সিরিজ ২০২১ এর চূড়ান্ত সূচিঃ
৫ মার্চ, শুক্রবার – ভারত বনাম বাংলাদেশ
৬ মার্চ, শনিবার – শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজ
৭ মার্চ, রবিবার – ইংল্যান্ড বনাম বাংলাদেশ
৮ মার্চ, সোমবার – দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা
৯ মার্চ, মঙ্গলবার- ভারত বনাম ইংল্যান্ড
১০ মার্চ, বুধবার – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১১ মার্চ, বৃহস্পতিবার – ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা
১২ মার্চ, শুক্রবার – বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ
১৩ মার্চ, শনিবার – ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
১৪ মার্চ, রবিবার – শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড
১৫ মার্চ, সোমবার -দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ
১৬ মার্চ, মঙ্গলবার – ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ
১৭ মার্চ, বুধবার – প্রথম সেমিফাইনাল
১৮ মার্চ, শুক্রবার – দ্বিতীয় সেমিফাইনাল
২১ মার্চ, রবিবার – ফাইনাল।