টসে হেরে ডুয়াইন প্রিটোরিয়াসের বিধ্বংসী বোলিংয়ে নাজেহাল পাকিস্তান, মোহাম্মদ রিজওয়ানের ফিফটি এবং শেষ দিকে ফাহিম আশরাফের ক্যামিওতে শেষ পর্যন্ত ১৪৪ রানের লড়াকু পুঁজি পেয়েছিল। তবে তা যথেষ্ট হয়নি স্বাগতিকদের জন্য। লাহোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২২ বল হাতে রেখেই ৬ উইকেটের সহজ জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করেছিল স্বাগতিকরা। জবাবে খেলতে নেমে ১৬.২ ওভারেই মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
১৪৫ রানে টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় তারা। এরপর দলীয় ২১ রানেই দ্বিতীয় উইকেটে পড়ে প্রোটিয়াদের। তবে দ্রুত দুই উইকেট হারালেও তৃতীয় উইকেটে রেজা হেনড্রিক্স এবং পিটে ভনের ৭৭ জুটিতে গড়ে জয়ের ভিত্ত গড়ে দেন। তবে এরপর মাত্র ৭ রানের ব্যবধানে দুজনেই ৪২ রান করে সাজঘরে ফিরেন।
তবে সে চাপ আমলেই নেয়নি ডেভিড মিলান এবং হেনরি ক্লাসেন জুটি। এ দুজনের জুটিতে অনায়াসেই জয় তুলে নেয় সফরকারীরা। মিলার ১৯ বলে ২৫* এবং অধিনায়ক হেনরি ক্লাসেন ৯ বলে ১৭* রানে অপরাজিত থাকেন।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। প্রথম ম্যাচে ০ রানের পর আজও ৫ রানে আউট হয়েছেন বাবর আজম। ম্যাচের দ্বিতীয় ওভারে দলীয় ১০ রানে পেসার ডুয়াইন প্রিটোরিয়াসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন পাকিস্তান অধিনায়ক। পঞ্চম ওভারে দলীয় ৩৬ রানে আবারও উইকেট হারায় স্বাগতিকরা। অ্যান্ডিল ফেহলাকওয়াইও বলে ১০ রান করে লুথো সিপামলার তালুবন্দি হন হায়দার আলী।
সপ্তম ওভারে দলীয় ৪৮ রানে হুসাইন তালাতকে ফেরান চায়নাম্যান স্পিনার তাবরিজ শামসি। দ্রুত তিন উইকেট হারালেও ইফতেখার আহমেদকে নিয়ে এগুতে থাকেন ফর্মের তুঙ্গে থাকা মোহাম্মদ রিজওয়ান। প্রথম পাকিস্তানি উইকেটরক্ষক হিসেবে টানা টি-টোয়েন্টিতে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেন তিনি। ইফতেখারে সাথে রিজওয়ানের এই জুটি আসে ৪৫ রান। এরপর ডুয়াইন প্রিটোরিয়াসের দ্বিতীয় শিকার হন ইফতেখার (২০)।

৪ রান পর দলীয় ৯৭ রানে আবারও আঘাত হানেন ডুয়াইন প্রিটোরিয়াস। এবার মোহাম্মদ রিজওয়ানের উইকেট তুলেন নেন ডানহাতি পেসার। ৪১ বলে ৬ চার আর ১ ছয়ে ৫১ রানে থামে গত ম্যাচের সেঞ্চুরিয়ান রিজওয়ানের ইনিংস।
৬ষ্ঠ উইকেটে খুশদিল এবং ফাহিম আশরাফ মাত্র ১৫ বলে ২৯ রান যোগ করেন। এই জুটিতে ভালো সংগ্রহের দিকেই অগ্রসর হচ্ছিলো স্বাগতিকরা। কিন্তু ১৯তম ওভারে এসে জোড়া আঘাত হানেন ডুয়াইন প্রিটোরিয়াস। অ্যান্ডিল ফেহলাকওয়াইও এর করা শেষ ওভারে আসে ১৫ রান। আর এতেই লড়াকু পুঁজি পায় পাকিস্তান। ২ চার ২ ছয়ে ১২ বলে ৩০* রানে অপরাজিত ছিলেন ফাহিম আশরাফ।
৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৫ উইকেট নিয়ে স্বাগতিকদের একাই গুড়িয়ে দিয়েছেন ম্যাচ সেরা প্রিটোরিয়াস।
সংক্ষিপ্ত স্কোরঃ (টস: দক্ষিণ আফ্রিকা)
পাকিস্তানঃ ১৪৪/৭, ২০ ওভার; রিজওয়ান ৫১, ফাহিম ৩০* ; প্রিটোরিয়াস ৫/১৭।
দক্ষিণ আফ্রিকাঃ ১৪৫/৪, ১৬.২ ওভার; রেজা হেনড্রিক্স ৪২, পিটে ভন ৪২; শাহিন ২/১৮।
ফলাফলঃ দক্ষিণ আফ্রিকা ৬ উইকেট জয়ী।
ম্যান অব দ্য ম্যাচঃ ডুয়াইন প্রিটোরিয়াস।