চলতি মৌসুমে লিওনেল মেসি বার্সেলোনাতেই থাকবে নাকি অন্য ক্লাবে যাবে এমন গুঞ্জন কত বার যে উঠেছে তার কোন হিসাব নিশ্চিত ভাবে দেওয়া যাবে না। কিন্তু সব গুঞ্জনকে নিঃশেষ করে দিয়ে বার্সেলোনাতেই থেকে যান এই আর্জেন্টাইন সুপার স্টার। চলতি সিজনের আগে ম্যানচেস্টার সিটির করা ৫ বছরের জন্য ৬০০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব লিওনেল মেসি গ্রহণ করতে চাইলেও ক্লাব ম্যানেজমেন্ট মেসিকে ছাড়েনি।
তবে গত ম্যাচে ঘরের মাঠে চ্যাম্পিয়নস লীগে পিএসজির কাছে ৪-১ গোলে ধরাশয়ী হওয়ার পর আবারও গুঞ্জন উঠেছে বার্সেলোনা ছাড়ছেন লিওনেল মেসি। পিএসজির কাছে এই হারে দলের অভ্যন্তরীণ অবস্থার বেহাল দশা হয়ে আছে।
তবে এরই মধ্যে ইংলিশ পত্রিকা দ্যা সান বোমা ফাটিয়েছেন। তাদের মতে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি আবারও মেসির জন্য প্রস্তাব পাঠিয়েছে। তবে এবারের প্রস্তাবে গত বারের অর্থের পরিমাণ থেকে কিছুটা হলেও কমিয়েছে। এবার সেটাকে নামিয়ে এনেছে ৪৩০ মিলিয়ন পাউন্ডে। কারণ হিসেবে তারা বলছে, করোনা মহামারির কারণে আর্থিক ক্ষতির সম্মুখিন হওয়াকে। ম্যান সিটি আবার তাদের চুক্তিতে আরেকটা শর্ত জুড়ে দিতে চাচ্ছে। যে শর্তটি হচ্ছে, “ক্লাবের সঙ্গে ফুটবলার হিসেবে চুক্তি শেষ হলেও মেসি সব সময় ম্যানসিটির একজন শুভেচ্ছা দূত হিসেবে থাকবেন।”
ম্যান সিটির মত পিএসজিও লিওনেল মেসিকে দলে পেতে চায়। তাই বলাবাহুল্য এটা নিশ্চিত যে মেসিকে নিয়ে এবার বেশ টানাটানি হবে।
এদিকে ব্রাজিল ও বার্সেলোনার সাবেক ফুটবলার রিভালদো মনে করেন ন্যু ক্যাম্পে লিওনেল মেসি চ্যাম্পিয়ন লীগের শেষ ম্যাচ খেলে ফেলেছেন। তিনি আরও বলেন,
“আমি নিশ্চিত, এই মৌসুম শেষে মেসি পিএসজিতেই যোগ দেবেন।”
এছাড়া রিয়াল মাদ্রিদের সাবেক তারকা এবং সাবেক আর্জেন্টাইন ফুটবলার অস্কার রুগেরি মনে করেন, মেসিকে এই মৌসুম শেষ হওয়ার পরই বার্সেলোনা ছেড়ে যাওয়া উচিৎ।
তিনি বলেন,
“বার্সেলোনা এখন মেসির সঙ্গে খুব দুর্ব্যবহার করছে। যে কারণে ক্লাবের পারফরম্যান্সেও এটার প্রভাব পড়ছে। এখন আর ইউরোপের কোন প্রতিপক্ষই আর বার্সাকে সম্মান করে না।”
এখন দেখা যাক মৌসুম শেষে লিওনেল মেসি কোথায় যান, তত দিন পর্যন্ত আমরা অপেক্ষাতেই থাকি।