চতুর্থ বারের মত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির চেয়ারে বসেছেন কাজী মোঃ সালাউদ্দিন। তৃতীয় দফা শেষ করে চতুর্থ দফায় এসে দেশের ফুটবলের উন্নয়নের জন্য প্রতিশ্রুতি দিয়ে নতুন কমিটি গঠন করেছেন। যার ফলে ইতোমধ্যে করোনার মধ্যেও মাঠে গড়িয়েছে ফুটবল। সফল ভাবে ফেডারেশন কাপ আয়োজন করার পর প্রিমিয়ার লীগের প্রথম ধাপও প্রায় শেষের দিকে।
বাফুফের সভাপতির দায়িত্বের পাশাপাশি জেলা লীগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বও সামলাবেন কাজী মোঃ সালাউদ্দিন। যার ফলে বাফুফে সভাপতির নেতৃত্বেই আগামী মার্চ থেকেই শুরু হবে জেলা ভিত্তিক লীগ। যদিও জেলা লীগ জানুয়ারিতেই শুরু হওয়ার কথা ছিল তবে দেশের বিভিন্ন জেলায় পৌরসভা নির্বাচন হওয়ায় জেলা ফুটবলের কর্মকর্তাদের অনুরোধে তা আগামী মার্চে শুরু হবে এবং ইতিমধ্যে ৯-১০ টি জেলা লীগ শুরু করেছে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন। গতকাল (শনিবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাফুফে সভাপতি জানান,
“যে জেলা লীগ আয়োজন করতে পারবে না সেই জেলা বাফুফের অংশ হিসেবে আর থাকবে না। আমি মনে করি প্রতিটা জেলা এই লীগ আয়োজন করবে।”