জোসে মরিনহোর অধীনে ২০০৯-১০ সালে সর্বশেষ লীগ শিরোপা জিতেছিল ইন্টার মিলান। সেই মৌসুমে লীগের পাশাপাশি চ্যাম্পিয়ন লীগ ও ক্লাব বিশ্বকাপ জয়ের মাধ্যমে ট্রেবল জিতেছিল নেরাজ্জুরিরা। প্রায় ১১ বছর ধরে কোন ট্রফি জয়ের স্বাদ পায় না ঐতিহ্যবাহী ক্লাবটি। তবে আবারো সুযোগ এসেছে ট্রফি জয়ের খড়া কাটানোর। গত রাতে লাৎসিওকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে ইতালির অন্যতম ক্লাবটি।
ম্যাচের ২২ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন রোমেলো লুকাকু। লাজিও ডিফেন্ডার ওয়েসলি ডি-বক্সের মধ্যে লাউতারো মার্টিনেজকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। এই সুযোগ আর হেলায় হারাননি লুকাকু।
বিরতিতে যাওয়ার আগে ইন্টার মিলানকে আবারও লিড এনে দেন বেলজিয়ান ফরোয়ার্ড লুকাকু। চলতি লীগে ১৬ গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছুয়ে ফেলেন এই স্ট্রাইকার এবং নিজের ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৩০০ তম গোলে মাইলফলক স্পর্শ করেন তিনি।

৬১ মিনিটে লাৎসিওর হয়ে গোল করে উত্তেজনা তৈরি করেন স্যাভিচ। তবে তিন মিনিট পরেই লাৎসিওকে ম্যাচ থেকে ছিটকে দেন ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ।
ম্যাচ শেষে লুকাকু কে নিয়ে প্রশংসায় ভাসেন এন্তেনিও কন্তে। তিনি বলেন,
“লুকাকু সমস্ত আগ্নেয়গিরি ভেঙ্গে জয় নিয়ে ফিরেছে। তার মত পেশাদার ফুটবলার সব দলেই প্রয়োজন। আমি দলের পার্ফমেন্সে খুশি।”
আগামী ২১ ফেব্রুয়ারী মিলান ডার্বিতে লড়বে ইন্টার মিলান ও এসি মিলান। এই ম্যাচেই জয়ী দলই পয়েন্ট তালিকার শীর্ষ স্থান দখল করবে। তাই দু’দলের জন্যই লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে এটি।