ভিসা সংক্রান্ত জটিলতার কারণে দলের সাথে ওয়েস্ট ইন্ডিজে যাওয়া হয়নি শ্রীলঙ্কার টি-টুয়েন্টি অধিনায়ক দাসুন শানাকার, তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিবেন অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। ভারপ্রাপ্ত অধিনায়ক অধিনায়ক হিসেবে ম্যাথিউজের নাম ঘোষণা করেছে শ্রীলংকান ক্রিকেট।
এক বিবৃতিতে এসএলসি জানিয়েছেন, “ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক টি-টুয়েন্টি সিরিজের জন্য ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে অ্যাঞ্জেলো ম্যাথিউজকে বেছে নেওয়া হয়েছে। নিয়মিত অধিনায়ক মার্কিন ট্রানজিট ভিসার সমস্যার কারণে দলের সাথে দিতে না পারায় নির্বাচকরা তাকে নিয়োগ দিয়েছে।”
বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, শানাকার হারিয়ে যাওয়া পাসপোর্ট বৈধ ছিল, সমস্যা সমাধানের পর দ্রুতই সে দলের সাথে যোগ দিবে বলে আশা করছে শ্রীলঙ্কান ক্রিকেট।
৩, ৫ ও ৭ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে শ্রীলংকা ক্রিকেট দল, করোনা পরিস্থিতির কারণে সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে অ্যান্টিগার কলেজ ক্রিকেট গ্রাউন্ডে। এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে অ্যান্টিগা কলেজ ক্রিকেট গ্রাউন্ডের।
সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজও, ২ বছর পর আবারও ক্যারিবিয়ানদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন ক্রিস গেইল। ফিদেল এডওয়ার্ডের প্রত্যাবর্তনটা আরও দীর্ঘ, ৯ বছর পর আবারও ওয়েস্ট ইন্ডিজের দলে ডাক পেয়েছেন এই পেসার।