শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার চামিন্দা ভাসকে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য জাতীয় দলের ফাস্ট বোলিং কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
বৃহস্পতিবার ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলিং কোচ ডেভিড সেকার পদত্যাগ করেছেন। আর তার স্থলাভিষিক্ত করা হয়েছে সাবেক লংকান তারকা পেসারকে।
এর আগে ২০১৩, ২০১৫ এবং ২০১৭ সালেও চামিন্দা ভাস অস্থায়ীভাবে তিনবার শ্রীলঙ্কা দলের কোচের দায়িত্ব পালন করেছেন। শ্রীলঙ্কা ছাড়াও আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল পেসার।
বর্তমানে তিনি শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) উন্নয়ন কর্মসূচির অংশ এবং তাদের উচ্চ-পারফরম্যান্স সেন্টারে ফাস্ট বোলিং কোচের পদে দায়িত্ব প্রাপ্ত আছেন, যেখানে তিনি উদীয়মান ও জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে কাজ করেন।
শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফলতম পেসার চামিন্দা ভাস টেস্টে ৩৫৫ এবং ওয়ানডেতে ৪০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন।
শ্রীলঙ্কার ওয়েস্ট ইন্ডিজ সফর দুই সপ্তাহের কম সময়ের মধ্যে শুরু হবে। যেখানে আগামী ৪ মার্চ থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে। তারপর তিনটি ওয়ানডে এবং দুটি ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিবে দুইদল।