প্রথম ইনিংসে টেস্টে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সাকিব আল হাসানের দ্রুততম ১০০ উইকেট শিকারের রেকর্ড নিজের করে নিয়েছিলেন তাইজুল ইসলাম। একই ম্যাচ এক ইনিংস পরেই সেই রেকর্ড ভাঙ্গলেন আরেক স্পিনার মেহেদি হাসান মিরাজ।
মিরপুর টেস্টে দ্বিতীয় ইনিংসের নবম ওভারে প্রথমবারের মত বোলিং এসেই মোসলের উইকেট তুলে নেন ডানহাতি স্পিনার। ৭ রান করে মোহাম্মদ মিথুনের হাতে ধরা পড়েন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান।
মাত্র ২৪ টেস্টেই ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। যা বাংলাদেশি বোলারদের মধ্যে দ্রুততম।
সেই সাথে সবচেয়ে কম বয়সী বাংলাদেশি হিসেবেও এই কীর্তি গড়েছেন মিরাজ। আর পুরো বিশ্ব কম বয়সী ক্রিকেটার হিসেবে ১০০ উইকেট শিকারের তালিকায় বাংলাদেশ অলরাউন্ডার চতুর্থ।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৩২.৩৭ গড়ে ২৪ টেস্টের ৪২ ইনিংসে ১০০ উইকেট শিকার করছেন মিরাজ। যেখানে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৭ বার এবং ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ২ বার। এছাড়া ৪৪ ওয়ানডের ৪৩ ইনিংসে নিয়েছেন ৪৭ উইকেট। যেখানে তার গড় ৩৬.১০। আর ১৩ টি-টোয়েন্টির ১৩ ইনিংসে ৮২.৫০ গড়ে নিয়েছেন মাত্র ৪ উইকেট।
বাংলাদেশের হয়ে টেস্টে দ্রুততম ১০০ উইকেটঃ
- মেহেদি হাসান মিরাজ – ২৪ ম্যাচ
- তাইজুল ইসলাম ২৫ ম্যাচ
- সাকিব আল হাসান ২৮ ম্যাচ
- মোহাম্মদ রফিক ৩৩ ম্যাচ