একের পর এক চোটে বিপর্যস্ত রিয়াল মাদ্রিদ। ইঞ্জুরির কারণে দলের বাহিরে আছেন কাপ্তান সার্জিও রামোস, মার্সেলো, হ্যাজার্ডসহ দলের গুরুত্বপূর্ণ সাত ফুটবলার। রবিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিতলেও স্বস্তিতে নেই লস ব্লাংকোসরা। ফের ইঞ্জুরিতে পড়ে ছিটকে গেলেন এক মাস পর খেলতে নামা ডিফেন্ডার দানি কার্ভাহাল।
এমন অবস্থায় ইঞ্জুরি ছাড়াও চলতি মাসের ব্যস্ত শিডিউলে উদ্বিগ্ন দলটির কোচ জিনেদিন জিদান। মার্চের শেষ সপ্তাহে আন্তর্জাতিক বিরতির আগ পর্যন্ত আরও গুরুত্বপূর্ণ সাতটি ম্যাচ আছে রিয়ালের। তার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দুই লেগের ম্যাচ রয়েছে আটলান্টার বিপক্ষে। এছাড়াও আগামী ৭ মার্চ লা লিগায় তাদের মুখোমুখি হতে হবে শীর্ষে থাকা এ্যাথলেটিকো মাদ্রিদের।
বুঝায় যাচ্ছে, সামনে আরও কঠিন সময় আসছে লস ব্লাংকোসদের। যদিও দলের সমস্যা যতই হোক সামনে এগিয়ে যাওয়া ছাড়া আর কোন উপায় দেখছে না মাদ্রিদ কোচ। জিনেদিন জিদান বলেন,
“এরই মধ্যে আমরা অনেক সমস্যার মধ্যে আছি; (সূচি বিতর্কে) জড়াতে চাই না। সূচি যেমন আছে, আছে এবং আমরা স্বাভাবিক প্রাক-মৌসুম পাইনি। দলের অনেকে চোট পেয়েছে। এ অবস্থায় আমরা সবাই একটা কাজই করতে পারি আর সেটা হচ্ছে এগিয়ে যাওয়া।”