“সাইফের সাথে ম্যাচ একটু কঠিন হবে তবে এই ম্যাচ নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই। আমরা ম্যাচের পর ম্যাচ জিতে এসেছি এবং সেই ধারা বজায় রাখতে চাই।”
সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ডেইলিস্পোর্টসবিডিকে এমনটাই জানিয়েছেন বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল।
এই ফরোয়ার্ডের কথা স্পষ্ট করে দেয়, সাইফের বিপক্ষেও জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না বসুন্ধরা কিংস। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করার পর আরামবাগকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে ফুরফুরে মেজাজেই আছে অস্কার ব্রুজেন শিষ্যরা।
দলের দুই লাতিন ফুটবলার রবসন দ্যা সিলভা ও রাউল বেচাররা শেষ ম্যাচে হ্যাট্রিক করে আছেন উড়ন্ত ফর্মে। সাইফের বিপক্ষেও অস্কাকের মূল হাতিয়ার হতে যাচ্ছেন ব্রাজিল ও আর্জেন্টিনার এই দুই ফুটবলার। নয় ম্যাচে নয় গোল করে সর্বোচ্চ গোলদাতার দুই নাম্বারে আছেন রবসন দ্যা সিলভা, সাথে করেছেন এক এসিস্ট। আর্জেন্টাইন রাউল বেচাররা করেছেন নয় ম্যাচে সাত গোল। এছাড়াও অ্যাসিস্ট করেছেন তিনটি।
অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে আবাহনী লিমিটেড ঢাকার কাছে ২-০ গোলে হেরে কিছুটা ব্যাকফুটে সাইফ স্পোর্টিং ক্লাব। ফেডারেশন কাপের ছন্দ প্রিমিয়ার লীগে এসে ধরে রাখতে পারেনি পল পুটের শিষ্যরা। আট ম্যাচে চার জয়, এক ড্র ও তিন হারে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয় নাম্বারে সাইফ স্পোর্টিং ক্লাব। অন্যদিকে নয় ম্যাচে আট জয় ও এক ড্র’তে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।
নিজেদের শেষ দেখায় ফেডারেশন কাপের ফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাব ১-০ গোলে হারিয়ে ট্রফি উদযাপন করেছিল বসুন্ধরা কিংস।
ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামীকাল ( শনিবার) বিকাল ৩ঃ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।