৩ ম্যাচের টি-টোয়েন্টি এবং টেস্ট খেলতে নিউজিল্যান্ডের পথে বাংলাদেশ দল। ইঞ্জুরি আর ব্যক্তিগত কারণে এই সিরিজে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান । এমনকি নিউজিল্যান্ড থেকে ফিরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যে টেস্ট সিরিজ খেলবে তাতেও সাকিবকে পাবেনা বাংলাদেশ। আইপিএলে খেলার জন্যই এই সিরিজ থেকে অগ্রিম ছুটি নিয়ে রেখেছেন তিনি।
দেশের খেলা ফেলে আইপিএল খেলার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সহ বিভিন্ন জনেরা। কেউ কেউ প্রশ্ন তুলেছেন সাকিবের দেশপ্রেম নিয়েও। মুদ্রার যেমন এপিঠ-ওপিঠ থাকে তেমনি সাকিবের আইপিএল খেলার সিদ্ধান্তেও দুই পক্ষ দেখা যাচ্ছে। ভারতীয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে বলছে, সাকিব দেশের জন্যই আইপিএল খেলবে। আইপিএলে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগবে ভারতে হতে যাওয়া আসন্য বিশ্বকাপে।
তবে সাকিব-তামিমদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো আসন নিয়েছেন নিরাপদ অবস্থানে। তিনি সাকিবের আইপিএল খেলার সিদ্ধান্তে সমর্থন না জানলেও সম্মান জানাচ্ছেন তাকে। জানিয়েছেন আইপিএল খেলার সিদ্ধান্ত সাকিবের। তাতে নাক গলানোর কেউ নন তিনি।
ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে রাসেল ডোমিঙ্গো জানিয়েছেন,
“এটা একটা কঠিন ব্যাপার। কোচ হিসেবে সবসময়ই সাকিবকে আমি দলে পেতে চাইবো। তবে যদি কোন খেলোয়াড় এ ব্যাপারে পুরো আগ্রহী না হয়, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে অন্য সুযোগ থাকে, তাহলে এ সিদ্ধান্তের ওপর ভিত্তি করে তাকে বিচার করাটা কঠিন।
আমার মনে হয় কোনও একটা সিদ্ধান্ত তাকে নিতেই হতো। সে নানা জায়গা থেকে মত নিতে পারে, কিন্তু এটা সাকিবের নিজের সিদ্ধান্ত। কোচ হিসেবে আমাদের তার সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। আমি সেটিই করছি। তার ক্যারিয়ার, এ নিয়ে আমরা এসব বিচার করার কেউ নই।”
তবে পরক্ষণেই আবার সুর মিলিয়েছেন বোর্ড সভাপতির সাথে। জানিয়েছেন সাকিব আইপিএল খেলতে চাইলে তাকে জোর করবে না কেউ, “আমি জানি যখন সাকিব বাংলাদেশের হয়ে খেলে, সর্বোচ্চটা দিয়েই খেলে। কোন কোন ফরম্যাটে সে খেলবে, সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। যেভাবে এখনকার ক্রিকেট এগোচ্ছে, তাতে কাউকে কোনো ফরম্যাটের জন্য জোর করা যায় উচিত হবে না। ক্রিকেটার এবং বোর্ড যে সিদ্ধান্ত নিচ্ছে, আমাদের সেসবকেও সম্মান জানাতে হবে।”