নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি চলছে বাংলাদেশের। অথচ নিউজিল্যান্ডের মত বৈরী নেই বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট পাওয়ার পরে পুনরায় টেস্ট সিরিজে চোট পান সাকিব আল হাসান। ফলে নিউজিল্যান্ড সফরে যাওয়া হচ্ছে না সাকিব আল হাসানের। সাথে সাকিব আছেন তৃতীয়বার বাবা হওয়ার অপেক্ষায়। সবমিলে বিশ্বসেরা অলরাউন্ডার ছুটি নিয়েছেন জাতীয় দল থেকে।
এদিকে এপ্রিলে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ দল। আইপিএল খেলার জন্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ এর অংশ শ্রীলঙ্কা বিপক্ষে টেস্ট সিরিজেও ছুটি চেয়েছেন সাকিব।
জাতীয় দলের খেলা ফেলে কোটি টাকার লিগ খেলতে যাওয়ায় সাকিবকে নিয়ে চলছে সমালোচনা। প্রশ্ন উঠেছে সাকিবের অর্থলিপ্সু মনোভাবের কারণে জাতীয় দলে তার নিবেদন নিয়ে।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা বলছেন, সাকিব শুধু টাকার কথা চিন্তা করে। টাকার জন্য আইপিএলে খেলতে গিয়ে টেস্ট না খেললে সাকিবকে আর কেউ সম্মান দিবেনা বলে মনে করেন হীরা।
যুগান্তরকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সাকিব শুধু টাকার চিন্তা করে। আইপিএল খেলে এত টাকা পাই, দেশে খেলে কী পাই। বোর্ডও ওকে কিছুই বলতে পারছে না। যখন চান্স পেল তখনই তো কিছু করা উচিত ছিল। বোর্ড তো ওর আইপিএলে খেলা বন্ধ করতে পারলো না।”
সম্মানের প্রশ্ন তুলে জাতীয় দলের সাবেক এই ম্যানেজার আরও বলেন, “আইপিএল খেলতে ছুটি নেয়া মানে সাকিব আর টেস্ট ম্যাচ খেলতে চায় না। তবে সাকিব যখন টেস্ট খেলবে না তখন ওকে কেউ সম্মান দেবে না।”
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলার কথা আছে সাকিব আল হাসানের।