ইউরোপীয়ান ফুটবলে আফ্রিকান ফুটবলারদের আধিপত্য তেমন দেখা না গেলেও বেশ কয়েকজন ফুটবলার নিজের নজর কাড়া পার্ফরমেন্স দিয়ে মন জয় করেছেন। দিদিয়ে দ্রগবা, সামুয়েল ইতো, দিয়ারা, ইয়া ইয়া তোরের পর হালের মোহাম্মদ সালাহ, পিয়েরে-এমেরিক অবামেয়াংরা ইউরোপিয়ান ফুটবলে আফ্রিকানদের গর্বিত করছে।
গত রাতে ইংলিশ প্রিমিয়ার লীগে আর্সেনালের হয়ে হ্যাট্রিক করেছেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। এই হ্যাট্রিকের মধ্যে দিয়ে আফ্রিকার ২য় ফুটবলার হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লীগে ২০০ গোলের (বর্তমানে ২০১ গোল) মাইলফলক স্পর্শ করলেন তিনি। এর আগে একমাত্র আফ্রিকান ফুটবলার হিসেবে এই রেকর্ড গড়েছিলেন সামুয়েল ইতো। তবে সামুয়েক ইতোকে ছাড়িয়ে যেতে আর মাত্র ১০ টি গোল প্রয়োজন পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের।
ইতালিয়ান ক্লাব এসি মিলানের হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু হলেও ঐতিহ্যবাহি এই ক্লাবের হয়ে মাঠে নামা হয়নি পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের। এর পর ফ্রেঞ্চ ক্লাব লিলের হয়ে লীগে ১৪ ম্যাচে দুই গোল করেন। যথাক্রমে মোনাকোর হয়ে ১৯ ম্যাচে ২ গোল, সেন্ট এটেইনের হয়ে ৮৭ ম্যাচে ৩৭ গোল, বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ১৪৪ ম্যাচে ৯৮ গোল এবং আর্সেনালের হয়ে করেছেন ১০৫ ম্যাচে ৬২ গোল।
ফ্রান্সের হয়ে জন্মগ্রহণ করলেও আফ্রিকান দেশ গ্যাবনের হয়েই জাতীয় দলে মাঠ মাতান এই স্ট্রাইকার।