মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ ভালো শুরু এনে দিয়েছেন তামিম ও সৌম্য, উদ্বোধনী জুটিতে ৫৯ রান যোগ করার পর ফিরে গেছেন সৌম্য। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৭২ রান। হাতে আছে ৯ উইকেট।
ঢাকা টেস্টে জিততে হলে নিজেদের রেকর্ড গড়েই জিততে হবে, দেশের মাটিতে রান তাড়া করতে নেমে বাংলাদেশের জয় আছে জিম্বাবুয়ের বিপক্ষে। ২০১৪ সালে দলটির বিপক্ষে ১০১ রান তাড়া করে জিতেছিল টাইগাররা, সব মিলিয়ে বাংলাদশের সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে।
সেই বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৩১ রান কঠিন এক লক্ষ্যই, তবে এই রান তাড়া করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। কিছুটা আক্রমণাত্মক ভাবেই ব্যাট চালিয়েছেন তামিম, সেই তুলনায় রয়েসয়েই ব্যাট করছেন সৌম্য।
তাদের ব্যাটে ২০১৯ সালের পর প্রথমবারের মতো ৫০ রান স্পর্শ করেছে বাংলাদেশের ওপেনিং জুটি, ১২ ইনিংস আগে সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিং জুটিতে ৫০ পেরিয়েছিল টাইগাররা। দুজনের দারুণ ব্যাটিংয়ে জয়ের দিকে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, লক্ষ্যটা এরই মধ্যে নেমে এসেছে ১৮০ রানের নিচে।
৫৯ রানের জুটি গড়ার পর রাকিম কর্নওয়েলের বলে অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটের হাতে ক্যাচ দিয়ে ফিরেন সৌম্য, শুরুতে আম্পায়াররা আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় ওয়েস্ট ইন্ডিজ দল। সৌম্যের ব্যাট থেকে আসে ১৩ রান।
প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫৯ রান, জয়ের জন্য আর দরকার ১৭২ রান। তামিম ইকবাল ৪৪ ও নাজমুল হোসেন শান্ত ০ রানে অপরাজিত আছেন।