দুয়ারে কড়া নাড়ছে বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজ। ২৩ ফেব্রুয়ারী নিউজিল্যান্ড সফরের বিমান ধরবেন তামিম ইকবালরা। তার আগেই সকল খেলোয়াড়দের ভ্যাকসিনের আওতায় আনার যে পরিকল্পনা, সেটি বাস্তবায়নের লক্ষ্যে প্রথম ধাপে গত পরশু (বৃহস্পতিবার) টিকা নিয়েছেন তামিম ইকবাল – সৌম্য সরকাররা।
একদিন বাদে ২য় ধাপে আজ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নিয়েছে ক্রিকেটাররা। আজ টিকা নেয়া ক্রিকেটারদের মধ্যে ছিলেন মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, আফিফ হাসান, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, আল আমিন হোসেন ও হাসান মাহমুদ।

আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সফরে বিশ্বকাপ সুপার লিগের অধীনে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
সিরিজের পরের দুই ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ। সূচি বদলালেও আগের ভেন্যুতেই হবে খেলা। সিরিজের প্রথম ওয়ানডে হবে ডানেডিনে, দ্বিতীয়টি হবে ক্রাইস্টচার্চে আর শেষটি হবে ওয়েলিংটনে।
আসন্ন সফরে ২৮ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পরের দুটি টি-টোয়েন্টি হবে ৩০ মার্চ ও ১ এপ্রিল। প্রথম ম্যাচটি হবে হ্যামিল্টনে, দ্বিতীয়টি নেপিয়ারে, শেষটি অকল্যান্ডে।