শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট না খেলে আইপিএলে যেতে চেয়েছেন সাকিব আল হাসান। সাকিব যে হুট করেই টেস্ট খেলতে চাচ্ছেন না, আসলে ব্যাপারটা তা নয়। দীর্ঘদিন ধরেই টেস্ট ক্রিকেটের প্রতি অনিহা সাকিব আল হাসানের। ৩ বছর আগে থেকেই টেস্ট খেলতে চাচ্ছেন না তিনি।
এতদিন তাকে জোর করে টেস্ট খেলানো হচ্ছিলো বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে এখন থেকে আর কাউকে জোর করে খেলানো হবে না বলেও জানিয়েছেন পাপন। ইতোমধ্যে সাকিবকে আইপিএল খেলতে যাওয়ার ‘এনওসি’ও দিয়ে দিয়েছে বিসিবি। ফলে এপ্রিলের শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত টেস্ট সিরিজে তাকে আর পাবেনা বাংলাদেশ সাকিবকে আইপিএলে যাওয়ার অনুমতি দেয়া প্রসঙ্গে সংবাদ সম্মেলনে পাপন বলেন,
“সাকিবকে কি খেলানো যাবে না জোর করে? ওকে ছুটি না দিলে কি করতো? হয়তো বাধ্য হয়ে খেলতো। কিন্তু আমরা চাই খেলাটাকে সবাই ভালোবেসেই খেলুক। জোর করে আমি খেলাতে চাই না। সাকিব তো আরও তিন বছর আগেই খেলতে চায়নি টেস্টে। ও তো এমনিতেই টেস্টের প্রতি অত আগ্রহ দেখায়নি। চাচ্ছিল না খেলতে। তখন তো ওকে টেস্ট অধিনায়ক করে দেওয়া হলো। জোর করে চেষ্টা করলাম তো! কিন্তু আসলে জোর করে খেলানোর মানে হয় না।”
সাকিবকে ছাড়াই নতুন করে পরিকল্পন সাজাচ্ছে বিসিবি। অন্য কাউকে দিতে চান নিয়মিত সুযোগ। যাতে করে এক বা দেড় বছর পরে সাকিবের একটা জুতসই বিকল্প খুজে বের করা যায়। পাপন আরও বলেন,
“আমার মনে হয়, জোর করে খেলিয়ে আমরা ভবিষ্যতের দিকে আগাতে পারছি না। পিছনের দিকে যাচ্ছি। আমরা যখন জানবো, এই কয়জন খেলতে চায় না টেস্ট, তখন তাদের বিকল্প নিয়ে চিন্তা করতে হবে আমাদের। হয়তো এক বছর বা দেড় বছর সময় লাগবে, লাগুক। কিন্তু ভবিষ্যতের জন্য আমরা নতুন খেলোয়াড় পাবো।”