ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশকে ২৯৬ রানে গুটিয়ে দিয়ে ১১৩ রানের বড় লিড পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল, ৩ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনার ইতি টেনে দিয়েছে টাইগাররা। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় বারের মতো ৫ উইকেট পেয়েছেন রাকিম কর্নওয়েল।
৪ উইকেটে ১০৫ রান নিয়ে দিনের খেলা শুরু করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুন, শুরুতে দেখেশুনে খেললেও ধীরে ধীরে রানের গতিও বাড়িয়ে দেয় বাংলাদেশ, গড়ে তোলেন ৭১ রানের জুটি। মিথুনের আউটে ভাঙে প্রতিরোধ গড়ে তোলা জুটিটি, সঙ্গীকে হারিয়ে ফিরে যান মুশফিকও।
প্রথম সেশনে ২ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ফলো-অনের শঙ্কায় ঠেলে দেয় ওয়েস্ট ইন্ডিজ, সেখান থেকে জুটি গড়ে বাংলাদেশকে ভালো অবস্থানে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। দুজনেই তুলে নিয়েছেন ফিফটি, গড়েছেন সপ্তম উইকেটে ১২৬ রানের জুটি।
১৩৩ বলে ৭ চারে ৭১ রান করা লিটনের বিদায়ে ভাঙে বাংলাদেশকে আশা দেখানো সপ্তম উইকেট জুটি, একই ওভারে নাঈম হাসানকেও ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় বারের মতো ৫ উইকেট শিকার করেন রাকিম কর্নওয়েল। ১৪০ বলে ৬ চারে ৫৭ রান করা মিরাজকে শ্যানন গ্যাব্রিয়েল ফেরালে বাংলাদেশের সম্ভাবনার ইতি ঘটে।
২৮১ রানে ৬ উইকেট থেকে চোখের পলকে ৯ উইকেটে ২৮৩ রানের দলে পরিণত হয় বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডারদের কল্যাণে শেষ উইকেটে ১৫ রান যোগ করেন তাইজুল ইসলাম ও আবু জায়েদ রাহি। বাংলাদেশ দল ২৯৬ রানে অল আউট হলে ১১৩ রানের লিড পায় ক্যারিবিয়ানরা, কর্নওয়েল ৫, গ্যাব্রিয়েল ৩ ও জোসেফ নেন ২ টি উইকেট।
এর আগে টসে জিতে ব্যাট করে জশোয়া ডি সিলভা ৯২, আলজারি জোসেফ ৮২, ক্রুমাহ বোনার ৯০ ও ক্রেইগ ব্রাথওয়েটের ৪৭ রানের ইনিংসে ৪০৯ রানের বড় সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ দল, বাংলাদেশের হয়ে ৪ টি করে উইকেট নেন আবু জায়েদ রাহি ও তাইজুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোরঃ
ওয়েস্ট ইন্ডিজ ৪০৯ (জশোয়া ডি সিলভা ৯২, আলজারি জোসেফ ৮২, ক্রুমাহ বোনার ৯০, ক্রেইগ ব্রাথওয়েট ৪৭, আবু জায়েদ রাহি ৪/৯৮, তাইজুল ইসলাম ৪/১০৮)।
বাংলাদেশ ২৯৬ (লিটন দাস ৭১, মেহেদি হাসান মিরাজ ৫৭, মুশফিকুর রহিম ৫৪, তামিম ইকবাল ৪৪, রাকিম কর্নওয়েল ৫/৭৪, রাকিম কর্নওয়েল ৫/৭৪, শ্যানন গ্যাব্রিয়েল ৩/৭০, আলজারি জোসেফ ২/৬০)।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের লিড ১১৩ রানের।