মিরপুরের উইকেটে ২০৯ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড নেই কোন দলেরই, ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ২০৯ রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড ক্রিকেট দল। এত সব ভাবতে রাজি নয় ওয়েস্ট ইন্ডিজ, তাদের লক্ষ্য বাংলাদেশকে ৪০০ রানের লক্ষ্য ছুড়ে দেওয়া।
মিরপুরের উইকেট চরিত্রগত ভাবেই বেশ টার্নিং, সেটা এতটাই যে ৩ দিনেও ম্যাচ শেষ হলে সেটা খুবই স্বাভাবিক ব্যাপার। ঢাকা টেস্ট শুরুর আগেও ম্যাচটা পঞ্চম দিনে যাবে সেটা অনেকেই বিশ্বাস করতে চাননি, সেই তালিকায় আছে খোদ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলও।
কারণ ওই টার্নিং উইকেট, সময়ের সাথে সাথে ব্যাটসম্যানদের জন্য যেটা মরণফাঁদ হয়ে দাঁড়ায়। চতুর্থ দিনে এমন আচরণ দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না, এমন পরিস্থিতিতেও কোন ছাড় দিতে রাজি নয় ওয়েস্ট ইন্ডিজ। উইকেটের কথা বিবেচনা না করে তারা বাংলাদেশকে ৪০০ রানের লক্ষ্য ছোড়ার আশা করছে।
তৃতীয় দিন শেষে নিজেদের চালকের আসনে দেখা রাকিম কর্নওয়েল বলেন, “আমার মনে হয়, আমরা চালকের আসনে আছি, কালকের (চতুর্থ দিন) দিনটি গুরুত্বপূর্ণ। আমাদের কালকের প্রথম ঘন্টায় ভালো ব্যাটিং করতে হবে এবং লাঞ্চে আমরা পর্যবেক্ষণ করতে পারবো যে, আমরা বাংলাদেশকে কত রানের টার্গেট দিতে পারি।”
চোখ যে ৪০০ তে সেটাও জানিয়ে দিয়েছেন বল হাতে প্রথম ইনিংসের নায়ক কর্নওয়েল। তিনি বলেন, “আমার মনে হয়, ৪০০ কিংবা এর উপরে যে কোন লক্ষ্যই আমাদের জন্য সুবিধাজনক হবে। আমাদের শুধু কালকে সকালে ভালো ব্যাটিং করতে হবে এবং পরে আমরা বাংলাদেশকে আক্রমণ করতে পারবো।”
চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের বিশাল লক্ষ্য দিয়েও হার এড়াতে পারেনি বাংলাদেশ, শুধু বাংলাদেশ কেন; এশিয়ার মাটিতেই এত রান তাড়া করে টেস্ট জয়ের রেকর্ড ছিল না কোন দেশের। হয়তো সেটা মনে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ, তাই শুধু উইকেট কিংবা পরিসংখ্যানের উপর আস্থা রাখতে চায় না দলটি।