ইংল্যান্ডের 'দ্য-হান্ড্রেড'-এর প্লেয়ার ড্রাফটে সাকিব-তামিম
নিউজ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২১, দুপুর ৩:৫৪ সময়
ছবিঃ ঢাকা ট্রিবিউন
ক্রিকেটের নতুন সংস্করণ দ্য হান্ড্রেড আবারও আয়োজন করতে চলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রতিটি দল একটি ইনিংসে ১০০ টি বল মোকাবেলা করার সুযোগ পাবে। সেই অনুসারেই নাম করণ করা হয়েছে 'দ্য হান্ড্রেড'। ১০০ বলের এই টুর্নামেন্টটিতে খেলার জন্য প্লেয়ার ড্রাফটে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
আবারও সাকিব-তামিমদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ পাউন্ড। একই ক্যাটগরিতে আরো আছেন বাবর আজম, নিকোলাস পুরান, কাইরোন পোলার্ড, কাগিসু রাবাদা, ডেভিড ওয়ার্নারদের মত ক্রিকেটাররা।
দলগুলোতে নিয়ম অনুসারে ফাঁকা আসন আছে মাত্র ৭ টি। কিন্তু এই ৭ টি আসনের জন্য প্লেয়ার ড্রাফটে নাম লিখিয়েছেন ২৫২ জন ক্রিকেটার। ৭ বিদেশির বিপরীতে ৩৫ জন দেশি ক্রিকেটারের জায়গা ফাঁকা রয়েছে।
গত বছর দ্য হান্ড্রেড মাঠে গড়ানোর কথা থাকলেও করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করলে টুর্নামেন্টটি বাতিল করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। গত বছর আরও একবার ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্টের জন্য। কিন্তু কয়েকজন ক্রিকেটার বিভিন্ন কারণে খেলতে না পারায় নতুন করে হবে প্লেয়ার ড্রাফট। ২২ ফেব্রুয়ারি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে লিগটির ড্রাফট।
এই বছরের জুন-জুলাইয়ে মাঠে গড়ানোর কথা রয়েছে ১০০ বলের এই লিগটির। এর আগে বাংলাদেশ থেকে এই ড্রাফটে নাম দিয়েছিলেন সাকিব-মুশফিক সহ মোট ১১ জন ক্রিকেটার। কিন্তু তাদের কেউই দল পাননি সেই যাত্রায়।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.