আইপিএল নিলাম | আগ্রহের কেন্দ্রতে ৪ বাংলাদেশি ক্রিকেটার
নিউজ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২১, বিকাল ৬:৩২ সময়
ছবিঃ টুইটার
চেন্নাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলের ১৪ তম আসরের নিলামে থাকছে ৪ বাংলাদেশি ক্রিকেটারের নাম, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পাশাপাশি নিলামে থাকছে মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফুদ্দিন।
নিষেধাজ্ঞার কারণে সর্বশেষ আসরে খেলা না হলেও আইপিএলের নিয়মিত মুখ সাকিব আল হাসান, আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানেরও। এখনও আইপিএলে খেলা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফুদ্দিনের, নিলামে নাম নিবন্ধন করলেও তালিকায় রাখা হয়নি লিটন-সৌম্যদের।
নিলামে এক হাজারেরও বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করলেও ফ্রাঞ্চাইজিদের আগ্রহ অনুযায়ী শেষ পর্যন্ত ২৯২ জন ক্রিকেটার থাকছেন নিলামে। এর মধ্যে ১২৮ বিদেশি ক্রিকেটারকে রাখা হয়েছে, যার মধ্যে ৪ বাংলাদেশি ক্রিকেটারও থাকছেন।
১২৮ বিদেশি ক্রিকেটার নিলামে উঠলেও এখান থেকে দল পাবেন মাত্র ২২ জন ক্রিকেটার, অর্থাৎ নিলাম থেকে ৮ ফ্রাঞ্চাইজি নিতে পারবে ২২ জন ক্রিকেটারকে। সর্বোচ্চ ৫ জন বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ পাবে পাঞ্জাব কিংস, ৪ জন নিতে পারবে মুম্বাই ইন্ডিয়ানস।
এছাড়াও দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ৩ জন করে ক্রিকেটার নিতে পারবে, ২ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে কলকাতা নাইট রাইডার্স, মাত্র ১ জন বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ পাবে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ।
ভারতীয় সংবাদমাধ্যম গুলোর প্রতিবেদন অনুযায়ী সাকিব আল হাসানকে দলে নিতে আগ্রহী অন্তত ৩ টি ফ্রাঞ্চাইজি, বাঁকিদেরও দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছে কোন না কোন দল। শেষ পর্যন্ত বাংলাদেশিদের মধ্যে কতজন দল পায়, আর কার মূল্য কততে গিয়ে পৌঁছায় সেটা জানতে আর অপেক্ষা কয়েক ঘন্টার।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.