ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে কিংবদন্তি গলফার টাইগার উডস
নিউজ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২১, সকাল ৫:৮ সময়
ছবিঃ ফক্স স্পোর্টস
হাসপাতাল ছাড়তে না ছাড়তেই আবরও হাসপাতালের বেড গলফার টাইগার উডস। মঙ্গলবার ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ৪৫ বছর বয়সী এই গলফার। পিঠের অস্ত্রোপচার শেষে কদিন আগেই বাড়ি ফিরেছেন তিনি।
গতকাল (মঙ্গলবার) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবর অনুসারে, দুর্ঘটনার কবলে পড়া ব্যাক্তিগত গাড়িটি টাইগার উডসের নিজেরই। এবং তিনি নিজেই সেটি চালাচ্ছিলেন। মঙ্গলবার সকালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি মহাসড়কে গাড়িটি উল্টে গিয়ে গড়াগড়ি খায়। পরে গাড়ি কেটে বের করে আনা হয় কিংবদন্তি গলফারকে। কিন্তু কিভাবে উল্টেছে তার গাড়ি, তা এখনও তদন্তাধীন রয়েছে।
মারাত্মক রকম আহত টাইগারকে উদ্ধার করে হারবর-ইউসিএলএ মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। কদিন আগেই তিনি হাসপাল থেকে বাড়ি ফিরেছেন। পিঠের ব্যথার কারণে ৫ম বারের মত ডাক্তারদের ছুরিকাঁচির নিচে যেতে হয়েছে তাকে।
গলফের ইতিহাসে রেকর্ড ১৫ টি মেজর জিতেছেন এই গলফার।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.