অস্ট্রেলিয়ার কাছে নানান দাবি দাওয়া নিয়ে আইসিসির দ্বারস্থ দ.আফ্রিকা
নিউজ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২১, দুপুর ১০:৫৫ সময়
ছবিঃ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
আগামি মাসে হতে যাওয়া দক্ষিন আফ্রিকা সিরিজ হঠাত করেই ভেস্তে দেয় অস্ট্রেলিয়া। সকল প্রস্তুতি সম্পন্ন করার পরেও দক্ষিন আফ্রিকা সফরে না আসায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসিতে দ.আফ্রিকার আনুষ্ঠানিক ভাবে অভিযোগ অভিযোগ জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
কোরোনা ভাইরাসে উদ্বিগ্ন হয়ে চলতি মাসের শুরুতে হঠাত করেই দক্ষিন আফ্রিকা সফরে যেতে অস্বীকৃতি জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ব্যাপারটিকে একদমই ভালো চোখে দেখেনি দক্ষিণ আফ্রিকা। সকল প্রস্তুতি সম্পন্ন করার পরেও অনির্দিষ্টকালের জন্য সফরটি স্থগিত করায় সিএসএর যে পরিমান আর্থিক ক্ষতি হয়েছে তা চেয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দিয়েছে তারা।
গত সপ্তাহে এ বিষয়ে নিজেদের অসন্তোষের কথা জানিয়ে আইসিসি ও সিএ'র কাছে চিঠি পাঠিয়েছে সিএসএ। যেখানে সিএসএ'র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি আইসিসির কাছে মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপ ও এফটিপির সূচিভঙ্গের জন্যই অভিযোগ করেছেন।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১৪৪ পয়েন্ট দক্ষিণ আফ্রিকার। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের আশা করছিলো দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া না আসায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ভালো অবস্থান্ নিয়ে চিন্তিত আফ্রিকা। ফলে আর্থিক ক্ষতির পাশাপাশা টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও দাবি করেছে সিএসএ।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.