মাঠের খেলায় যেমন গোলের বন্যা বয়ে দেন তেমনি মাঠের বাইরেও যে কত রেকর্ড ভাঙ্গেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। অনেক আগে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার অ্যাথলেটের তালিকায় নাম লেখিয়েছেন তিনি। এছাড়াও বেশ কয়েকবার ফোর্বস ম্যাগাজিনে বিশ্বের সবচেয়ে দানশীল অ্যাথলেটের তালিকায়েও নিজের নাম লিখিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বের সবচেয়ে বেশি ফলোয়ারের গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডও রয়েছে পর্তুগিজ যুবরাজের।
এবার জুভেন্টাসের এই ফরোয়ার্ড টপকে গেলেন সামাজিক যোগাযোগমাধ্যমে ৫০০ মিলিয়ন ফলোয়ারের মাইলফলক। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম ব্যক্তি হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন রোনালদো। তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সর্বমোট ফলোয়ারের সংখ্যা ৫০০ মিলিয়ন ছাড়িয়েছে। বিশ্বের প্রথম ব্যাক্তি হিসেবে এই রেকর্ড রোনালদোর। তাছাড়া বিশ্বের প্রথম দুশো, তিনশো ও চারশো মিলিয়ন ফলোয়ারের রেকর্ডও রোনালদোর দখলে।
রোনালদোর টুইটার অ্যাকাউন্ট দারুণ মূল্যবান। তার একটি টুইটের বাণিজ্যিক মূল্য ৭ লাখ ইউরোর বেশি। টুইটারে এখন রোনালদোর ফলোয়ার ৯০ মিলিয়নের বেশি। এর সাথে ফেসবুক ও ইন্সটাগ্রাম মিলিয়ে রোনালদোর ফলোয়ারের সংখ্যা ৫০০ মিলিয়নের রেকর্ড ভেঙেছে। পর্তুগিজ যুবরাজের ফেসবুকে ফলোয়ারের সংখ্যা সর্বোচ্চ ২৬১.৪ মিলিয়ন। ইনস্ট্রাগ্রামে আরও ১৪৭.৯ মিলিয়ন ফলোয়ার রয়েছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের।
৩৬ বছর বয়সী রোনালদোর মাঠের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। এই আর্জেন্টাইনের ফলোয়ার নেহাত কম না। কিন্তু রোনালদোর চেয়ে অনেক কম। যদিও টুইটারে এখনও কোন অ্যাকাউন্ট খুলেননি আর্জেন্টাইন অধিনায়ক। ফেসবুক ও ইনস্ট্রাগ্রাম মিলিয়ে ছয়বারের বর্ষসেরা ফুটবলারের ফলোয়ার সংখ্যা ২৭৩ মিলিয়ন। ফুটবলারদের মধ্যে তিনে থাকা ব্রাজিলিয়ান পোষ্টারবয় নেইমারের সোস্যাল মিডিয়ায়ে ফলোয়ার আছেন ২৫৭ মিলিয়ন।
শুধু ফুটবলার না; সোস্যাল মিডিয়ায় প্রথম ব্যক্তি হিসেবে রোনালদো ৫০০ মিলিয়ন ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোর নিকটতম প্রতিদ্বন্দ্বী আমেরিকান গায়ক জাস্টিন বিবারের সবমিলিয়ে ফলোয়ার সংখ্যা ৩৫১ মিলিয়ন। আর শীর্ষ তিনে থাকা সেলেনা গোমেজের ফলোয়ার রয়েছে সবমিলিয়ে ৩৩৪ মিলিয়ন।
তাছাড়া আমেরিকান অ্যাথলেট লেব্রন জেমসের সার্কিটে সামাজিকমাধ্যমে ফলোয়ার ১৫৩ মিলিয়ন। জেমস, মাইকেল জর্ডান, কোবে ব্রায়ান্ট, ও স্টিফেন ক্যারির মতো বিশ্বখ্যাত বাস্কেটবল খেলোয়াড়দের সম্মিলিত ফলোয়ার সংখ্যাও রোনালদোকে হারাতে পারেনি। এমনকি মেজর লীগ সকারের সব টুইটার অ্যাকাউন্ট ও লীগের সব খেলোয়াড়ের টুইটার অ্যাকাউন্টের সম্মিলিত ফলোয়ারের চেয়েও রোনালদোর টুইটার ফলোয়ার বেশি।
ইনস্ট্রাগ্রামে ক্রিশ্চিয়ানো রোনালদোর ফলোয়ার সংখ্যা স্প্যানিশ লা লীগার ক্লাবগুলোর সম্মিলিত ফলোয়ারের চেয়েও বেশি। ইনস্ট্রাগ্রামে স্পেনের ঘরোয়া লীগের ২০টি দলের সম্মিলিত ফলোয়ার ২০৬ মিলিয়নের একটু বেশি। আর পর্তুগিজ যুবরাজের ইনস্ট্রাগ্রামে ফলোয়ার সংখ্যা ২৬০ মিলিয়ন। তাছাড়া ইউরোপে টপ ফাইভ লীগে রোনালদোর খেলা তিনটি ক্লাবের সম্মিলিত ইনস্ট্রাগ্রাম ফলোয়ারও তাকে ছাড়িয়ে যেতে পারেনি। ইনস্ট্রাগ্রামে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সম্মিলিত ফলোয়ার সংখ্যা ১৮০ মিলিয়ন।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.