ফরাসি লীগ ওয়ানে অলিম্পিক লিঁওর বিপক্ষে ইঞ্জুরিতে পড়ে চার সপ্তাহের জন্য পিএসজি দল থেকে ছিটকে গিয়েছিলেন ব্রাজিলিয়ান পোষ্টারবয় নেইমার। দলের সেরা তারকা ছাড়াই ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে ন্যু ক্যাম্পে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা আতিথ্য দিয়েছে পিএসজিকে। নেইমার না থাকলেও পিএসজি জয়ে কোন অসুবিধা হয়নি। বরং ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত হ্যাট্রিকে বার্সেলোনার মাঠ থেকে ৪-১ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে এক ধাপ এগিয়েই গেল লা প্যারিসিয়ানরা।
এদিকে গুঞ্জন ভাসছে, প্রথম লেগে না থাকলেও বার্সেলোনার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দেখা যেতে পারে নেইমারকে। পিএসজি কোচ পচিত্তিনো ইঞ্জুরির পর এমন আশাই করছিলেন। ফ্রান্সের বেশকিছু সংবাদমাধ্যম জানিয়েছে, দ্রুত ইঞ্জুরি থেকে রিকভার করছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আশার চেয়েও দ্রুত ইঞ্জুরি থেকে সেরে উঠছেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। তাই, ঘরের মাঠে দ্বিতীয় লেগে নেইমারকে পাওয়ার আশা করছে পিএসজি ভক্তরাও।
যদিও পিএসজি কোচ পচেত্তিনো জানিয়েছেন নেইমারকে নিয়ে কোন রকম ঝুঁকি নিতে রাজি নন তিনি। দলের সেরা তারকা সুস্থ হলেই তাকে নামানো হবে বলে সাফ জানিয়েছেন পিএসজির আর্জেন্টাইন এই কোচ। নেইমারের ইঞ্জুরির অগ্রগতি জানাতে গিয়ে মৌরিচিও পচিত্তিনো জানান, “নেইমারের সেরে উঠার বিষয়টি আমাদের মেডিকেল টিম পর্যবেক্ষণ করছে। প্লেয়ারের স্বাস্থ্য আমাদের কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার। তবে সে (নেইমার) দ্রুত উন্নতি করছে।"
চলতি মৌসুমেও নিজের পারফরম্যান্স অব্যাহত রেখেছেন নেইমার। ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে ঘনঘন ইঞ্জুরি নিয়েও লীগে ১১ ম্যাচে ৬ গোল করেছেন। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪ গোল।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.