বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার আইরিশ অধিনায়ক ও কোচের
নিউজ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২১, সকাল ৯:২৪ সময়
ছবিঃ ক্রিকেট আয়ারল্যান্ড
বাংলাদেশ সফরে আসছেন না আয়ারল্যান্ড এ দলের টেস্ট অধিনায়ক জর্জ ডকরেল, সফর থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি। পারিবারিক কারণে বাংলাদেশে আসা হচ্ছে না আয়ারল্যান্ড এ দলের কোচ পিট জনস্টোনেরও।
বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে চারদিনের টেস্ট ম্যাচ, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার জন্য এ মাসেই বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড এ দল (উলভস)। তবে সফরের আগ মুহুর্তে সরে দাঁড়ালেন টেস্ট অধিনায়ক জর্জ ডকরেল, ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রামে মাঠে গড়াবে সিরিজটি।
জর্জ ডকরেল নাম প্রত্যাহার করে নেওয়ায় তার জায়গায় সুযোগ পেয়েছেন রোহান প্রিটোরিয়াস, আর অধিনায়কত্ব দেওয়া হয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকা হ্যারি টেক্টরকে। অন্য দিকে পারিবারিক কারণে সফরে না থাকা হেড কোচ পিট জনস্টোনের অভাব পুরণ করবেন গ্রাহাম ফোর্ড ও স্টুয়ার্ট বার্নস।
সফরের আগ মুহুর্তে নাম প্রত্যাহার করে নিলেও বিষয়টিকে স্বাভাবিক ভাবেই দেখছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। দেশটির প্রধান নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট বলেন, "জর্জের (ডকরেল) সিদ্ধান্তকে আমরা সম্মান জানাচ্ছি। পারিবারিক কারণে পিট যাবে না, তার অবস্থাও বুঝতে পারছি।"
আয়ারল্যান্ড উলভস বা এ দলের খেলা হলেও জাতীয় দলের বেশকজন ক্রিকেটার নিয়েই বাংলাদেশে আসছে আইরিশরা, ২৬ ফেব্রুয়ারি চারদিনের টেস্টের পর ৫, ৭, ৯, ১২ ও ১৪ মার্চ হবে ওয়ানডে ম্যাচ, ১৭ ও ১৮ মার্চ টি-টোয়েন্টির দিয়ে শেষ হবে প্রায় ১ মাসের এই সিরিজটি।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.