বোর্ড কর্তাদের সাথে কী আলোচনা হলো পাপনের বাসার জরুরী মিটিংয়ে?
নিউজ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২১, রাত ৩:৫৭ সময়
ছবিঃ সংগৃহীত
দুই যুগের কাছাকাছি বয়স বাংলাদেশের টেস্ট ক্রিকেটের। পাওয়া না পাওয়ার হালখাতা করতে বসলে তাতে না পাওয়ার পাল্লাটাই সমৃদ্ধ। ২০২১ থেকে পিছে ২০০০ সাল পর্যন্ত তাকালে শুধুই না পাওয়ার হাহাকার। আছে আফগানিস্তানের মত নবাগত দলের বিপক্ষে হার, খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ হার দিয়ে পূর্ণ হয়েছে ষোলোকলা।
টেস্ট ক্রিকেটের এমন করুণ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। উঠে আসছে নানা তথ্য। টেস্ট ক্রিকেটের এই বেহাল দশা কাটিয়ে উঠতে যা যা করা দরকার তার জন্য বিসিবির শীর্ষ কর্মকর্তাদের নিয়ে গতকাল (বুধবার) নিজ বাস ভবনে জরুরী এক মিটিং ডেকেছিলেন নাজমুল হাসান পাপন।
তাইতো জাতীয় দলের সাবেক পাঁচ অধিনায়ক- আকরাম খান, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন, মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি।
জরুরী আলোচনা সভায় কি নিয়ে আলোচনা হলো? বাংলাদেশের একটি জাতীয় পত্রিকাকে নাইমুর রহমান দুর্জয় বলেন, "সামনে আমাদের আরও সিরিজ আছে। সেই সিরিজগুলোতে আমাদের বোর্ডের পলিসি কী হবে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে; কিন্তু কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার মতো কিছু হয়নি।"
দুর্জয় আরও বলেন, "দলের ব্যাপারটা আসলে নির্বাচকরা বলতে পারবেন। সামনে যেহেতু আরেকটা সিরিজ আছে, সেক্ষেত্রে আমার মনে হয় যে পরিবর্তনের যেসব কথা বলছেন সেরকম কিছু মনে হয়নি। বোর্ড প্রধান বরং পরিবর্তন না করে আমরা কীভাবে এখান থেকে উত্তরণ করতে পারি সেটি নিয়ে কথা বলেছেন। সবার মাথা থেকে, সবার আইডিয়া থেকে শেয়ার করা হয়েছে।"
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.