ক্রিকেটারদের স্বেচ্ছা বিরতিতে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়, তবে বিশ্রামে যাওয়ার প্রেক্ষাপট পাল্টে যাচ্ছে। আগে টানা খেলার ক্লান্তির কারণে বিশ্রামে গেলেও এবার তার সাথে যুক্ত হয়েছে জৈব সুরক্ষিত প্রটোকলের ধকল।
করোনা ভাইরাসের কারণে ক্রিকেট খেলতে হলে সবাইকে জৈব সুরক্ষিত প্রটোকলে থাকতে হচ্ছে, যার ফলে দীর্ঘ সময় পরিবার ও বন্ধু-স্বজনদের কাছ থেকে আলাদা থাকতে হচ্ছে। তৈরি হচ্ছে মানসিক অবসাদ, যার প্রভাব পড়ছে ক্রিকেটারদের পারফর্মেন্স ও মানসিক স্বাস্থ্যেও।
এই পরিস্থিতিতে পড়তে হয়েছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কুইন্টন ডি কককে, যার কারণে স্বেচ্ছা বিরতিতে যাচ্ছেন তিনি। খেলবেন না ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে, ডি ককের এই বিরতি কয়েক সপ্তাহ দীর্ঘ হতে পারে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডও ডি ককের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন।
সদ্য শেষ হওয়া পাকিস্তান সফরে ভালো করতে পারেনি দক্ষিণ আফ্রিকা, ভালো করেননি অধিনায়ক কুইন্টন ডি ককও। দেশে ফিরে তিনি বলেন, "গত মাসখানেক তিনি জৈব সুরক্ষিত প্রটোকলের ধকল সইতে না পেরে হাঁপিয়ে উঠেছি, যার প্রভাব পড়েছে মাঠের খেলাতেও।"
সবকিছু ঠিকঠাক থাকলে পাকিস্তান সুপার লিগের খেলা দিয়ে স্বেচ্ছা বিরতি কাটিয়ে ক্রিকেটে ফিরবেন কুইন্টন ডি কক, অজানা কারণে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন না সদ্যই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেওয়া ফাফ ডু প্লেসিসও।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.