২০০৫ সালে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন লীগে প্রথম গোল। ছবিঃ টুইটার
লিওনেল মেসি ও রেকর্ড যেন একে অপরের সাথে ওতোপ্রতো ভাবে জড়িত। দীর্ঘ এই ক্যারিয়ারে কত শত রেকর্ড গড়েছেন হয়তো তার ইয়াত্তা নেই। এবার পিএসজির কাছে হারের রাতেও নিজের ব্যক্তিগত রেকর্ড গড়লেন বার্সেলোনা তারকা।
ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজির কাছে ৪-১ গোলে বিদ্ধস্ত হওয়ার রাতে বার্সেলোনার হয়ে ম্যাচের ২৭ মিনিটে এক মাত্র গোলটি করেন লিওনেল মেসি। এই গোলের মধ্য দিয়ে টানা ১৭ বছর চ্যাম্পিয়ন্স লীগে কমপক্ষে একটি গোল করার অনন্য রেকর্ড গড়লেন তিনি। যার শুরুটা হয়েছিল ২০০৫ সালে এই বার্সেলোনার হয়েই।
[caption id="attachment_7092" align="aligncenter" width="2560"] ২০০৫ সালে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লীগে প্রথম গোল। ছবিঃ টুইটার[/caption]
তবে মেসির আগে এই কৃতিত্ব গড়েছিলেন রিয়াল মাদ্রিদের রাউল গঞ্জালেস। ১৯৯৫ সালে রিয়াল মাদ্রিদের হয়ে শুরু করে ২০১১ সালে শালকের হয়ে গোল করে ক্যারিয়ারের ইতি টানেন এই স্প্যানিশ ফুটবলার।
এদিকে পিএসজির বিপক্ষে গোলটি চলতি মৌসুমে মেসির ২০তম গোল। যার ফলে টানা ১৩ মৌসুমে অন্তত ২০টি গোলের রেকর্ড গড়লেন মেসি।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.