অন্যান্য > ফিক্সচার
জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু আজ
নিউজ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২১, দুপুর ১:১৯ সময়
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায়, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং এক্সিম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার থেকে জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার ৩১তম আসর নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে শুরু হয়েছে। এক্সিম ব্যাংকের পরিচালক লে. কর্নেল (অবঃ) সিরাজুল ইসলাম বীর প্রতীক (বার) প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনী দিনের খেলায় বাংলাদেশ আনসার ৬৪-২ গোলে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থাকে, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ৩০-৫ গোলে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা ২৬-১১ গোলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে, বাংলাদেশ পুলিশ ৪২-৯ গোলে নড়াইল জেলা ক্রীড়া সংস্থাকে, দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা ১৮-১৩ গোলে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থাকে এবং মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা ২৩-২ গোলে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে হারায়।