চলতি মৌসুমের ব্যস্ত সূচিতে কিছুটা বিরক্ত বোধ করেছিলেন সিটি বস পেপ গার্দিওলা তবুও এই ব্যস্ত সূচিকে পাস কাটিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে তার দল। প্রতি তিন-চার দিনের মধ্যেই লীগ বা কাপের ম্যাচ গুলো খেলতে হচ্ছে তাদের। এ ব্যাপারে সিটি বস পেপ গার্দিওলা জানিয়েছেন,
"এই অল্প সময়ে ম্যাচ হওয়ার পরেও আমরা লীগ টেবিলের শীর্ষে অবস্থান করছি। তবে এটা কঠিন সময় ছিল এবং দিন যত বাড়বে তা আরও কঠিন হয়ে দাঁড়াবে।"
গত রাতে এফএ কাপের পঞ্চম রাউন্ডে সোয়ানসি সিটিকে হারিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগের দল হিসেবে দেশটির ঘরোয়া ফুটবলে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়েছে তারা। টানা ১৫ ম্যাচ জয়ের ধারা অব্যাহত রেখে আরও একটা রেকর্ডের ছোঁয়া পেলো সিটিজেনরা। এর আগে এই রেকর্ডের ভাগিদার ছিল ১৯৮৭ সালে টানা ১৪ ম্যাচ জেতা আর্সেনাল ও ১৯৯২ সালেও টানা ১৪ ম্যাচ জেতা প্রেস্টন।
প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সিটি সর্বশেষ হেরেছিল গত নম্ভেম্বরে, লিগে টটেনহ্যাম হটস্পারের ঘরে মাঠ থেকে ২-০ গোলের হার নিয়ে ফিরতে হয়েছিল সিটিজেনদের।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.