প্রথম ও দ্বিতীয় রাউন্ডে সাদা মাটা পার্ফরমেন্স করা সিদ্দিকুর রহমান তৃতীয় রাউন্ডে দুর্দান্ত ভাবে ফিরে এসে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো দেশ সেরা এই গলফার।
আর্মি গলফ কোর্সে বুধবার তৃতীয় ও শেষ রাউন্ডে সাতটি বার্ডি ও চারটি বোগি করেন সিদ্দিকুর। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে পাঁচ শট কম খেলে সেরা হয়েছেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।
প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলে দ্বিতীয় স্থানে ছিলেন। দ্বিতীয় রাউন্ডে তিনটি বার্ডি ও দুটি বোগি করেন সিদ্দিকুর উঠে আসেন শীর্ষে। তিন রাউন্ড মিলিয়ে
তৃতীয় রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলা জামাল হোসেন মোল্লা সব মিলিয়ে পারের চেয়ে তিন শট কম খেলেছেন। যার ফলে দ্বিতীয় হয়েই টুর্নামেন্ট শেষ করেছেন এই গলফার।
তবে প্রথম রাউন্ডে শীর্ষে থাকা আকবর হোসেন হতাশ করেছেন পরের দুই রাউন্ডে। সব মিলিয়ে পারের চেয়ে এক শট কম খেলে হয়েছেন তৃতীয়।
এছাড়া চতুর্থ স্থানে মোঃসজীব, পঞ্চমে মোঃ মুয়াজ জনু, ষষ্ঠ স্থানে মোঃ রাসেল, সপ্তম স্থানে শাহ আলম, অষ্টম স্থানে বাদল হোসেন, নবমে মোঃ জাকিরুজ্জামান এবং দশম স্থানে এস এইচ সোহেল।
টুর্নামেন্টে সর্বমোট প্রাইজমানি ছিল ১৫ লক্ষ টাকা।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.