জার্মানিতে নয়, হাঙ্গেরীর বুদাপেস্টে হবে লিভারপুলের ম্যাচ!
নিউজ ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২১, সকাল ৬:৫৮ সময়
ছবিঃ গোল ডট কম
আগামী সপ্তাহে শুরু হচ্ছে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর ম্যাচ। ইংলিশ জায়ান্ট লিভারপুলের প্রতিপক্ষ জার্মানির লেইপজিগ। কথা ছিল, প্রথম লেগে আগামী সপ্তাহে জার্মানিতে লেইপজিগের ঘরের মাঠে আতিথ্য নিবে অলরেডরা। তবে করোনার কারণে তা ভেস্তে গেল। ঘরের মাঠের সুবিধা আর পাচ্ছে না লেইপজিগ।
জার্মানীতে করোনার নতুন নিয়মের কারণে লিভারপুলের প্লেয়াররা অন্তত ১৭ ফেব্রুয়ারী পর্যন্ত জার্মানীতে প্রবেশ করতে পারবে না। কিন্তু ম্যাচ ১৬ তারিখে। তাই উয়েফা বাধ্য হয়েছে ভেন্যু পরিবর্তন করতে। উয়েফা বিকল্প ভেন্যু হিসেবে হাঙ্গেরীর বুদাপেস্টের নাম ঘোষণা করেন।
গতকাল উয়েফা এক অফিশিয়াল বিবৃতিতে জানায়, জার্মানিতে করোনার নতুন নিয়মের কারণে লিভারপুল ও লেইপজিগের প্রথম লেগ অনুষ্ঠিত হবে হাঙ্গেরীর বুদাপেস্টে। দুদল এই স্বীদ্ধান্ত মেনে নেওয়ায় উভয়পক্ষকে ধন্যবাদ জানিয়েছে উয়েফা। একই সাথে হাঙ্গেরীকেও ধন্যবাদ জানিয়েছে ম্যাচটি আয়োজন করার জন্য।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.