ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ২ টেস্টের জন্য দল ঘোষণা ভারতের
নিউজ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২১, দুপুর ১১:৪৯ সময়
ছবিঃ টয়
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট হারের পর রাজকীয় প্রত্যাবর্তন ঘটিয়েছে স্বগতিক ভারত। ইংল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা টেনেছে কোহলিরা। এবার মোতেরা স্টেডিয়ামের বাকি দুই টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে ভারত।
মহাম্মাদ শামি, নবদ্বীপ সাইনিদের ফেরার কথা থাকলেও, তাঁদের বাদ রেখেই ১৭ সদস্যের দল ঘোষণা বিসিসিআই। দল ঘোষণার সময় বিবৃতি দিয়ে ভারতীয় বোর্ড জানিয়েছেন এই দুই টেস্টে খেলা নিয়ে শঙ্কা আছে উমেশ যাদবের। তিনি এখনও শতভাগ ফিট নন। ফিট হতে পারলে দলে ফিরবেন তিনি। অন্যথায় অস্ট্রেলিয়া সিরিজের শেষ দুই টেস্টে দারুণ করা শার্দুল ঠাকুর সুযোগ পাবেন ভারতের জাতীয় দলে।
নেট বোলার হিসেবে দলে নেওয়া হয়েছে অঙ্কিত রাজপুত, আভিশ খান, সন্দীপ ওয়ারিয়র, কৃষ্ণাপ্পা গৌতম এবং সৌরভ কুমারদের। কে এস ভরত এবং রাহুল চহারকেও তৈরি থাকতে বলা হয়েছে কোহলিদের নেটে বোলিং করার জন্য। তবে বিজয় হজারে ট্রফি খেলার জন্য ছেড়ে দেওয়া হয়েছে অভিমন্যু ইশ্বরন, প্রয়াঙ্ক পাঞ্চাল এবং শাহবাজ নাদিমকে।
https://twitter.com/BCCI/status/1361974762809954304?s=20
এক নজরে শেষ ২ টেস্টের ভারতীয় দল:
বিরাট কোহালি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, রাহানে (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, ঋশাব পান্ট (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, আক্সার পাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, জাসপ্রীত বুমরশ এবং মোহাম্মদ সিরাজ।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.