অলিম্পিকে অংশ নিতে ভ্যাকসিন নেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই
নিউজ ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২১, বিকাল ৫:১৯ সময়
ছবিঃ এবিসি
এই বছরের টোকিও অলিম্পিক গেমসে অংশ নিতে ক্রীড়াবিদ এবং কর্মকর্তাদের কোভিড -১৯ ভ্যাকসিন নেওয়ার কোন বাধ্যবাধকতা নেই, বুধবার এমনটাই ঘোষণা করেছেন আয়োজকরা।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) টোকিও 2020 "প্লেবুক" এর প্রথম সংস্করণ প্রকাশিত করেছে, যেখানে নিয়ম এবং সুরক্ষা বিধিগুলি রয়েছে। এই নিয়মগুলো বছরের শেষের দিকে কার্যকর করা হবে।
অংশ নেওয়ার পূর্বশর্ত না হলেও আইওসি বলেছে যে তারা অংশগ্রহণকারী দেশগুলিকে আগমনের আগে তাদের দলকে টিকা দেওয়ার জন্য উৎসাহিত ও সহায়তা করবে।
আয়োজকেরা বলেছেন, "এটি গেমসের নিরাপদ পরিবেশে অবদান রাখার জন্য, তবে জাপানি জনগণের প্রতি শ্রদ্ধার প্রকাশ, তাদের আত্মবিশ্বাসী হওয়া উচিত যে কেবল অংশগ্রহণকারীদের নয়, জাপানিদের নিজেদের সুরক্ষার জন্যও সবকিছু করা হচ্ছে।"
বেশ কয়েকবার পিছিয়ে গেলেও অলিম্পিক আয়োজনে দেশটির সরকার এখনও দৃঢ় প্রতিজ্ঞ। সেই সাথে তারা সকল প্রস্তুতি সম্পন্ন করার কাজ শুরু করেছেন ইতোমধ্যে।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.