কত ভালবাসা, কত শ্রদ্ধা বা কত সম্মান, এর কোনোটারই কমতি ছিল না দিয়েগো ম্যারাডোনার। আর্জেন্টিনা থেকে ইতালি, আফ্রিকা থেকে এশিয়া- প্রতিটা দেশের মানুষই বুক উজাড় করে ভালবাসতো এই ফুটবলের গডকে। গত বছরের ২৫ নভেম্বর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।
নিজের ক্যারিয়ারের অধিকাংশ সময় কাটিয়েছেন ইতালিতে। ইতালির মানুষের কাছে তিনি ছিলেন সবচেয়ে উপরের স্থানে। ম্যারাডোনার ছোঁয়ায় বদলে গেছিলো ইতালির ক্লাব ফুটবলের দৃশ্যপটও।
এবার সেই ইতালির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ক্যাস্টেলিনো ডেল বিফার্নোতে ম্যারাডোনার নামে ব্যাংক নোট চালু করলো। শহরটির মেয়র এনরিকো ফ্রাটাঙ্গেলো হচ্ছেন মূল ব্যক্তি যার চিন্তা এবং পরিকল্পনার ফলেই ম্যারাডোনার ছবি এবং নামাঙ্কিত ব্যাংক নোটটি চালু করা হলো।
ইতালির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরটির ১০০ টাকার ব্যাংক নোটের সামনের অংশে ব্যবহার করা হয়েছে ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপের সেই বিখ্যাত ‘হ্যান্ডস অব গড’এর ছবিটি।
ফ্রাটাঙ্গেলো বলেন, "ম্যারাডোনাকে আমরা দক্ষিণ গোলার্ধের একজন নায়ক মনে করি। আর্জেন্টিনা আমাদের কাছে একজন সত্যিকারের নায়ককে প্রেরণ করেছিল। যিনি সব সময়ই দরিদ্র মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং কখনই ভূয়া কথা বলেননি।"
ম্যারাডোনার ছবি দিয়ে তৈরি করা এই ব্যাংক নোটটি অবশ্য পুরো ইতালিতে চলবে না। শুধুমাত্র ওই নির্দিষ্ট শহরটিতেই পন্য কেনা-বেচার ক্ষেত্রে ব্যবহার করা হবে। ওই শহরের বাইরে নয়।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.