পাকিস্তানের বিপক্ষে টেস্ট হেরে খেলাই ছেড়ে দিলেন ডু প্লেসিস
নিউজ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২১, সকাল ৬:২৮ সময়
ছবি; ডেকান হেরাল্ড
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম তারকা খেলোয়াড় ফাফ ডু প্লেসিস এবার টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন। মূলত সীমিত ওভারের ক্রিকেটকে সময় দিতে আর বর্তমান সময়ে তার টেস্ট ক্রিকেটের ফর্ম বিবেচনা করেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন তিনি। যদিও শেষ ২ টেস্টে ব্যাট হাতেও ছন্দে ছিলেন দু’প্লেসিস।
ইনস্টাগ্রামে পোস্ট করে ডু-প্লেসি লেখেন, "নিজের মনের কাছে আমি পরিষ্কার। এটাই সেরা সময় নতুন কিছু শুরু করার।" তিনি আরও বলেন, "১৫ বছর আগে যদি কেউ আমাকে বলতো যে ৬৯টি টেস্ট খেলবেন তিনি, তবে তা অবিশ্বাস্য মনে হতো আমার কাছে।"
সিরিজ খেলতে বর্তমান পাকিস্তানে আছে দক্ষিণ আফ্রিকা দল। সিরিজের দুইটি টেস্টেই হেরে গেছে তার দল। সব মিলে প্রায় দেড় যুগ বাদে পাকিস্তানের কাছে টেস্ট সিরিজ হারলো দক্ষিণ আফ্রিকা। এভাবে হারের পর বেশ সমালোচব্য পড়িছিলেন ডু-প্লেসিস। ফলে সমালোচকদের মুখ বন্ধে অবসরই নিয়ে নিলেন এই স্টাইলিশ ব্যাটসম্যান।
৬৯ টেস্টের ১১৮ ইনিংসে ৪১৬৩ রানের মালিক ডু প্লেসিস। প্রায় ৪০ গড়ে ১০ টি শতকের পাশাপাশি ২১ টি অর্ধশতক রয়েছে তার ঝুলইতে।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.