সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড দলটা ছিল তারুণ্য নির্ভর, নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনসহ শীর্ষ ৬ ক্রিকেটার আইপিএলের জন্য ছিলেন না স্কোয়াডে। স্বাভাবিক ভাবেই তরুণদের নিয়ে দল সাজিয়েছিল নিউজিল্যান্ড, তবে ম্যাচে তাদের চেয়ে তরুণ একটা একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ দলই।
ওয়েলিংটনে অভিজ্ঞ সাকিব, তামিম, মুশফিকদের ছাড়া সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। শুরুতে নিউজিল্যান্ডকে চেপে ধরলেও দুই তরুণ ডেভন কনওয়ে ও উইল ইয়ং ঝড়ে ২১০ রানের বিশাল সংগ্রহ গড়ে স্বাগতিকরা, জবাবে ৮ ওভারের মধ্যেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ দল।
ম্যাচটি ৬৬ রানের বড় ব্যবধানে জিতে আরও একটা সিরিজ জয়ের দিকেই এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড, তবে পরবর্তী দুই ম্যাচ যে সহজ হবে না সেটা মেনে নিচ্ছেন বাংলাদেশের ব্যাটিং অর্ডার গুড়িয়ে দেওয়া কিউই স্পিনার ইশ সোধি। ম্যাচ শেষে তিনি বলেন,
“একটানা সাতটা সিরিজ সত্যিই বিশেষ কিছু, এটি করার জন্য আমাদের দুটি সুযোগ রয়েছে। আমি এই বাংলাদেশি ক্রিকেটারদের বিপক্ষে কখনও খেলিনি। তারা কিছু আক্রমণাত্বক ও বিস্তৃত শট খেলেছে, নেপিয়ারে ও ইডেন পার্কের মতো মাঠে এই ছেলেদের বল করাটা চ্যালেঞ্জিং হতে চলেছে। আমাদের সত্যিই ধৈর্য্য ধরে কঠোর পরিশ্রম করতে হবে।”
৩০ মার্চ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়; ১ এপ্রিল তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে বাংলাদেশের এবারের নিউজিল্যান্ড সফর।