ওয়েলিংটনে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে গুড়িয়ে দিয়ে ৫০ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথমে ব্যাট করে অ্যারন ফিঞ্চের বীরত্বে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে সফরকারীরা। জবাবে ১৮.৫ ওভারে মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতায় ফিরলো অজিরা।
১৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে অজি বোলারদের দাপুটে বোলিংয়ে শুরু থেকেই চাপে ছিলো স্বাগতিকরা। তাসের ঘরের মত ভেঙে পড়েছে পড়েছে কিউইদের ব্যাটিং লাইনআপ। শেষদিকে ব্যাট হাতে কাইল জ্যামিসন না দাঁড়ালে শত রানের গন্ডিই পার করতে পারতো না তারা।
নিউজিল্যান্ডের হয়ে কাইল জ্যামিসন ৩০, সেইফার্ট ১৯ এবং ডেভন কনওয়ের ১৭ রান ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেনি। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের সর্বনিম্ন রানে অলআউট হয়েছে তারা।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে অধিনায়ক অ্যারন ফিঞ্চ ছাড়া আর কোনো অজি ব্যাটসম্যানই থিতু হতে পারেননি উইকেটে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। তবে একপ্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

৪৭ বলে ফিফটি পূরণ করা ফিঞ্চ, শেষ পর্যন্ত ৫৫ বলে ৭৯* রানে অপরাজিত ছিলেন। ৫ চার আর ৪ ছয়ে তার এই ইনিংস সাজিয়েছিলেন ফিঞ্চ। যেখানে কাইল জ্যামিসনের করা ২০তম ওভারেই ৪টি ছক্কা হাঁকান অজি অধিনায়ক। সদ্যই আইপিএল নিলামে ১৫ কোটিতে বিক্রি হওয়া অলরাউন্ডারের শেষ ওভারে আসে ২৬ রান।
ক্যারিয়ারের ১৪তম টি-টোয়েন্টি ফিফটি তুলে নেওয়া অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নারকে ছাপিয়ে টি-টোয়েন্টিতে এখনো অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক। সেই সাথে প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে আন্তজার্তিক টি-টোয়েন্টি ১০০ ছক্কার রেকর্ড গড়েছেন তিনি।
এর আগে গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়েনিস ঝড়ো শুরু করলেও দ্রুতই ফিরেছেন প্যাভিলিয়নে। ফলে স্কোরবোর্ডে শেষ পর্যন্ত ফিঞ্চের বীরত্বেই ১৫৬ রান তুলতে পেরেছিল অস্ট্রেলিয়া।
নিউজিল্যান্ডের হয়ে লেগ স্পিনার ইশ সোধি ৪ ওভারে ৩২ রানে ৩টি, ট্রেন্ট বোল্ট ২৭ রানে ২টি এবং মিচেল স্ট্যান্টনার ১৬ রানে নিয়েছেন ১ উইকেট
সংক্ষিপ্ত স্কোরঃ (টস-অস্ট্রেলিয়া)
অস্ট্রেলিয়াঃ ১৫৬/৭ (২০ ওভার); ফিঞ্চ ৭৯*, স্টয়েনিস ১৯, ম্যাক্সওয়েল ১৮; সোধি ৩/৩২, বোল্ট ২/২৭
নিউজিল্যান্ডঃ ১০৬/১০ (১৮.৫ ওভার); জ্যামিসন ৩০, সেইফার্ট ১৯, কনওয়ে ১৭; রিচার্ডসন ৩/১৯, অ্যাগার ২/১১
ফলাফলঃ অস্ট্রেলিয়া ৫০ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচঃ অ্যারন ফিঞ্চ