ইঞ্জুরিতে পড়ে শেষ হয়ে গেছে দিল্লি ক্যাপিটালসের নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ারের আইপিএল কথায় আছে, কারো পৌষমাস আবার কারও সর্বনাশ। আইয়ারের ইঞ্জুরির কারণে কপাল খুলেছে রিশাব পান্তের। দিল্লির অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়ে তাঁর নাম।
দিল্লির অধিনাআয়ক হতে পেরে ভিষণ উচ্ছ্বসিত পান্ত। জানিয়েছেন, দিল্লির অধিনায়কত্ব করা স্বপ্নের মত ছিল তাঁর কাছে। এবার যেন স্বপ্নই সত্যি হলো তাঁর। পান্ত বলেছেন, “দিল্লিতেই আমি বড় হয়েছি। সেই দিল্লি দলের অধিনায়কত্ব করব, মনে হচ্ছে যেন স্বপ্ন সত্যি হল।”
আগের দুই বছরেও আইয়ারের ডেপুটি ছিলেন পান্ত। আইয়ারের ইঞ্জুরির পর জানা গিয়েছিল দিল্লির অধিনায়ক হচ্ছেন পান্ত। অবশেষে ঘোষণা করা হলো নাম। দীর্ঘদিন ধরেই দুর্দান্ত ফর্মে আছেন রিশাব পান্ত। অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের বিপক্ষেও দুর্দান্ত ছিলেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। এমন পান্তকে অধিনায়কত্ব দিতে দুবার ভাবতে হয়নি দিল্লি ক্যাপিটালস কতৃপক্ষকে।
দলের কোচ রিকি পন্টিং আবার পন্তকে শুভেচ্ছে জানিয়ে বলেছেন, “গত দু’বছর ধরে সে দিল্লি ক্যাপিটালসের সহঅধিনায়ক। নিজের দায়িত্ব খুব সুন্দর ভাবে পালন করেছেন।তবে অস্ট্রেলিয়া সফরের পর ইংল্যান্ড সিরিজে দারুণ সফল পান্তের কাছে অধিনায়কের দায়িত্ব পাওয়াটা একটা বড় সুযোগ। সাম্প্রতিক তাঁর ফর্ম তাঁকে যেমন আত্মবিশ্বাসী করে তুলেছে, তেমনই নতুন ভূমিকায় তাঁর দায়িত্ব আরও বাড়ালো।
তাঁর সঙ্গে কাজ করতে আমরা কোচেরা প্রস্তুত। আইপিএল শুরুর প্রহর গুনছি। দিল্লি দল তাঁর উন্নতির ক্ষেত্রে যেমন সহায়তা করেছে, তেমনই সে আমাদের দলকে এগিয়ে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। অধিনায়কত্ব আরও বড় খেলোয়াড় হতে সাহায্য করবে পান্তকে। তাঁর প্রতি শুভেচ্ছা রইল।”