২০২০ আইপিএলের ফাইনালে উঠেছিল দিল্লি ক্যাপিটালস আর মুম্বাই ইন্ডিয়ানস। শক্তির বিচারে এবারও দল দুটি বেশ গোছানো। তবে টুর্নামেন্ট শুরুর আগেই খাতা কলমে কিছুটা পিছিয়ে গেছে রিশাব পান্তের দিল্লি। কারণ দিল্লির হয়ে গত আসরে সবচেয়ে বেশি রান করা শ্রেয়াস আইয়ারকে পাচ্ছেনা তারা।
ইঞ্জুরির কারণে টুর্নামেন্ট থেকে আইয়ারারের ছিটকে যাওয়ায় দায়িত্ব পেয়েছেন রিশাব পান্ত। সে পর্যন্ত ঠিক ছিল, তবে দুঃসংবাদ আরো বেড়েছে দিল্লির। দলের সেরা বোলার কাগিসু রাবাদা এবট আনরিক নর্তিয়েকে শুরু থেকে পাচ্ছেনা দলটি। এছাড়াও কুইন্টন ডি কককে পাবেনা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
দক্ষিণ আফ্রিকা দেয়া খবর অনুসারে, পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর প্রোটিয়া ক্রিকেটাররা আইপিএল খেলতে ভারতে যাবেন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলি যদি আলাদা করে চাটার্ড বিমানের ব্যবস্থা করতে পারে, তাহলে সেক্ষেত্রে তাঁরা ভারতে পৌঁছে নিজেদের দলের বায়ো বাবলে সরাসরি প্রবেশ করতে পারবেন।
আর তা যদি সম্ভব না হয়, তাহলে ভারতে পৌঁছে দক্ষিন আফ্রিকান ক্রিকেটারদের কোভিড প্রোটোকল মেনে সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাআকতে হবে। যদি কোয়ারেন্টাইনে থাকতে হয়, তাহলে ওইসকল ক্রিকেটাররা ২০২১ সালের আইপিএলে তাদের ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রথম দুটি ম্যাচ খেলতে পারবেন না। এছাড়াও একই সম্ভাবনা আছে চেন্নাই সুপার কিংসের লুঙ্গি
এগিডিরও।
দিল্লির হয়ে গত আসরে ৩০ টি উইকেট নিয়েছিলেন রাবাদা, মুম্বাইয়ের হয়ে পাঁচ শতাধিক রান করেছিলেন ডি কক।