ভারতে ছেলেদের ক্রিকেট ফিরেছিল আরও আগেই। পিছিয়ে ছিল কেবল নারীদের ক্রিকেট। অবশেষে তারাও স্বাদ পেয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের। শুধু তাই নয় ৬ বছর পর টেস্ট ক্রিকেটেও ফিরছে ভারতের নারীরা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনবদ্য এক মাইলফলক ছুঁয়েছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা তারকা মিতালি রাজ। বিশ্বের ২য় এবং প্রথম ভারতীয় নারী হিসেবে করেছেন ১০ হাজার আন্তর্জাতিক রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ (শুক্রবার) ৩৬ রানের ইনিংস খেলার পথে এই কীর্তি গড়েন তিনি।
ইংল্যান্ডের কিংবদন্তি শার্লট এডওয়ার্ডসের পর মাত্র দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এই রাজকীয় মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এই কীর্তি গড়তে তিন ফরম্যাট মিলিয়ে ৩১১ ম্যাচ সময় নিয়েছেন ভারতীয় অধিনায়ক। আর মাত্র ২৭৩ রান করলেই শার্লট এডওয়ার্ডসকে ছাপিয়ে নারী ক্রিকেটের সর্বাধিক রান সংগ্রাহকের মুকুট উঠবে এই কিংবদন্তির মাথায়।
এমন কীর্তি গড়ে বিশ্ব ক্রিকেটের প্রশংসায় ভাসছেন মিতালি। ভারতীয় ক্রিকেটের গড শচীন টুইট করেছেন মিতালির এই অতিমানবিয় মাইলস্টোন নিয়ে। তিনি লিখেছেন, “হৃদয়ের অন্তস্থল থেকে অভিনন্দন মিতালি ১০ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করার জন্য। অসাধারণ অর্জন। এভাবেই যেতে থাকো।”
Heartiest congratulations Mithali on completing 1️⃣0️⃣,0️⃣0️⃣0️⃣ runs in International Cricket.
Terrific achievement… 👏🏻
Keep going strong! 💪🏻 pic.twitter.com/1D2ybiVaUt— Sachin Tendulkar (@sachin_rt) March 12, 2021
সাবেক ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর লিখেছেন, “অনেক অনেক অভিনন্দন। ভয়ানক কৃতিত্ব। আপনার এমন অর্জনই প্রমাণ করে আপনি আপনার ফিটনেস, স্কিল এবং খেলার প্রতি কতটা আত্মনিবেদন করেন।” আছাড়াও ভারতীয় বোর্ড মিতালিকে আখ্যা দিয়েছেন ‘চ্যাম্পিয়ন ক্রিকেটার’ হিসেবে।
আরেকটি টুইট বার্তায় পাঞ্জাব কিংস লিখছে, আপনি আমাদের ১৯৯৯ সাল থেকে গর্বিত করে চলেছেন। প্রথম ভারতীয় নারী ব্যটার হিসেবে ১০ হাজার আন্তর্জাতিক রান। অসাধারণ। এছাড়াও আলাদা আলাদা টুইট বার্তায় মিতালিকে অভিনন্দন জানিয়েছে, মুম্বাই ইন্ডিয়ানস, কলকাতা নাইট রাইডার্স ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেট ব্যক্তিত্বরা।
নারী ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহকঃ
- শার্লট এডওয়ার্ডস (ইংল্যান্ড) – ১০২৭৩ রান (৩০৯ ম্যাচ)।
- মিতালি রাজ (ভারত) – ১০০০১ রান (৩১১ ম্যাচ)।
- সুজি বেটস (নিউজিল্যান্ড) – ৭৮৪৯ রান (২৪৮ ম্যচ।
- স্টেফেনি টেইলর (ওয়েস্ট ইন্ডিজ) – ৭৮১৬ (২৩৪ ম্যাচ)।
- মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া) – ৬৯০০ (১৯৪ ম্যাচ)।