মাঠে ক্রিকেটারদের আচরণ নিয়ন্ত্রণে রাখতে কোড কব কন্ডাক্ট চালু করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি, কেউ সেটা ভঙ্গ করলে শাস্তির মুখোমুখি হতে হয়।
গত ৩ বছরে এই কাজটা কোন দলের ক্রিকেটাররা বেশি করেছে তারই তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন, যে তালিকায় সবার উপরে আছে ইংল্যান্ডের নাম; পরের নামটা বাংলাদেশের।
উইজডেনের মূল্যায়ন করা ২০১৮ সালের এপ্রিল থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত মোট ১২ বার কোড অব কন্ডাক্ট ভেঙে শীর্ষে আছে ইংল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশ কিংবা বাংলাদেশের ক্রিকেটাররা সেটা ভেঙেছে ১১ বার, তাদের অবস্থান তালিকার দুই নাম্বারে।
এই সময়ে সবচেয়ে কম ১ বার আইসিসির কোড অব কন্ডাক্ট ভেঙেছে জিম্বাবুয়ে, ২ বার করে শাস্তির মুখোমুখি হতে হয়েছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের। এর বাহিরে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড ৩, শ্রীলঙ্কা ৪ ও ভারত ৫ বার কোড অব কন্ডাক্ট ভেঙেছে।
১২ বার কোড অব কন্ডাক্ট ভেঙে ইংল্যান্ড শীর্ষে থাকলেও শাস্তি পেয়েছে সবচেয়ে বেশি ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা, কারণ ইংল্যান্ড দলের ক্রিকেটাররা সর্বোচ্চ ১২ বার কোড অব কন্ডাক্ট ভাঙলেও সেগুলো ছিল লেভেল ১। ইংল্যান্ডের পাওয়া ১৩ ডিমেরিট পয়েন্টের বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে ১৬ ডিমেরিট পয়েন্ট।