গত ১৮ই মার্চ ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট খেলতে নেপালে পৌছিয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুতে গিয়েই করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ হয়েছেন। যার ফলে গতকাল বিকালে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন ফুটবলাররা।
গতকালের অনুশীলনের পর আজ ফুটবলারদের নেই কোনো মাঠের অনুশীলন। তবে বিকালে জিম সেশন পার করবেন ফুটবলাররা।
করোনা পেন্ডামিকের কারণে হোটেল থেকে ফুটবলারদের বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যার ফলে অনুশীলন, জিম ও হোটেলেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে সবাইকে। তবে বাইরে না গিয়ে হোটেলে থাকতেই ভাল লাগছে জাতীয় দলের ফরোয়ার্ড মোহাম্মদ জুয়েলের। ডেইলিস্পোর্টসবিডিকে তিনি জানান,
“আমাদের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। অনুশীলন ছাড়া বাকি সময় হোটেলেই থাকতে হচ্ছে। তবে আমার হোটেলে থাকতেই ভাল লাগছে, এতে কিছুটা রেস্টও পাওয়া যাচ্ছে।”
বাংলাদেশ নেপালে অবস্থান করলেও প্রথম ম্যাচের প্রতিপক্ষ কীরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল এখনো আসেনি। আগামীকাল (রবিবার) তাদের নেপালে আসার কথা রয়েছে।
টুর্নামেন্টে আগামী ২৩শে মার্চ প্রথম ম্যাচে কীরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। একদিন বিরতি দিয়ে ২৫শে মার্চ প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক নেপাল,প্রতিপক্ষ কীরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল। এরপর ২৭শে মার্চ স্বাগতিক নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ। রাউন্ড রবিন লীগ শেষে শীর্ষ দুই দল ফাইনালে লড়বে ২৯শে মার্চ। বাংলাদেশ সময় বিকাল ৫ঃ৩০ মিনিটে প্রতিটা ম্যাচ শুরু হবে। টুর্নামেন্টের প্রতিটা ম্যাচ আয়োজিত হবে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে।