সাভারের বিকেএসপিতে জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচে ঢাকা বিভাগের কাছে ৮০ রানের ব্যবধানে হেরে গেছে রংপুর বিভাগ, বৃথা গেছে নাসিরের সেঞ্চুরি ও ৪ উইকেট; দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটসহ ম্যাচে ১০ উইকেট নিয়ে নায়ক বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু।
শেষদিনে জয়ের জন্য ২২৯ রান প্রয়োজন ছিল রংপুরের, হাতে ছিল ৮ উইকেট। এই পরিস্থিতি থেকে জয়, হার কিংবা ড্র, যে কোন কিছুই সম্ভব ছিল। তবে এবার আর বাঁধা হতে পারেননি প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান নাসির হোসেন, ১৬ রানেই থেমেছে তার দ্বিতীয় ইনিংস।
মাহমুদুল হাসান জয়কে ১৫ রানে লেগ-বিফোরের ফাঁদে ফেলে শুরুটা করেন নাজমুল ইসলাম অপুই, আগের দিনে ১ উইকেট পাওয়া বাঁহাতি এই স্পিনার আজ পেয়েছেন আরও ৫ উইকেট। ক্যারিয়ার সেরা বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি রংপুরের কোন ব্যাটসম্যান, স্রোতের বিপরীতে ৬১ রানের ইনিংস খেলেন নাঈম ইসলাম।
আকবর আলী ২৮ ও রিশাদ হোসেন খেলেন ১০ রানের ইনিংস, রংপুর ১৮৩ রানে অলআউট হয়ে গেলে ৮০ রানের বড় জয় দিয়ে এবারের এনসিএল শুরু করে ঢাকা মেট্রো, ৬৪ রান দিয়ে ৬ উইকেট পেয়েছেন নাজমুল ইসলাম অপু; তাইবুর পারভেজ ২১ রানে ২, সাইফ হাসান ও আরাফাত সানি জুনিয়র ১ টি করে উইকেট পান।
এর আগে সাইফ হাসানের সেঞ্চুরিতে ৩৬৫ রানের বড় সংগ্রহ পায় ঢাকা মেট্রো, নাসির হোসেনের সেঞ্চুরি সত্ত্বেও ২৩০ রানেই অলআউট হয়ে যায় রংপুর বিভাগ। দ্বিতীয় ইনিংসে নাসির-শুভর স্পিন ঘূর্ণিতে ঢাকা মেট্রো ১২৮ রানে গুটিয়ে গেলেও প্রথম ইনিংসে বড় লিডে ৩৮৩ রানের পুঁজি পায় তারা।