|| সোশ্যাল কর্ণার ||
যুবরাজ সিং ইউসুফ পাঠানদের দুর্দান্ত অলরাউন্ডিং নৈপুণ্যে আর শচীন টেন্ডুলকারের নেতৃত্বে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের শিরোপা ঘরে তুলেছে স্বাগতিক ভারত লিজেন্ডস। ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়েছে তারা। টুর্নামেন্ট জুড়েই ব্যাট হাতে বেশ উজ্জ্বল ছিলেন শচীন।
যে লক্ষ্যে আয়োজন করা হয়েছিল লিগটি সেদিকটাও বেশ ভালোমতই সামলেছেন শচীন। সড়কে চলাচলকারীদের সতর্কতা তৈরির লক্ষ্যে আয়োজিত এই সিরিজে সতর্কতা মূলক একটি ভিডিও অভিনয় করেছেন শচিন এবং উইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা।
শচীনের এই ভিডিওতে করা তাঁর অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে নেট মাধ্যমে। আর সেটি নিয়েই মজা করেছেন সতীর্থ যুবরাজ সিং। শচীনের পোস্ট করা একটি ভিডিওতে মন্তব্য করেছেন যুবরাজ, যা তুমুল জনপ্রিয়তা পেয়েছে অনলাইন মাধ্যম গুলোতে। মন্তব্য করে যুবরাজ লিখছেন, “তোমাদের অভিনয় তো অস্কারের মনোনয়ন পাবে।”
Oscar nomination 😂
— Yuvraj Singh (@YUVSTRONG12) March 21, 2021
সোশ্যাল সাইটে ৪৯ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করে শচীন লিখছেন, “রাস্তায় যাতায়াতের সময় হোক বা ক্রিকেট মাঠে ড্রাইভ দেয়ার সময়, হেলমেট আপনাকে পরতেই হবে। রোড সেফটিকে হালকা ভাবে নেবেন না কেউ। হেলমেটে পরে নিজেকে নিরাপদ রাখুন। ব্রায়ান লারা, এই বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যে তোমাকে অনেক ধন্যবাদ।”