অ্যান্টিগায় সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টের দ্বিতীয় দিনেও সমান তালে লড়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা। ব্যাটে-বলের লড়াইয়ে এখনও ম্যাচের একক নিয়ন্ত্রণ নিতে পারেনি কোনও দল।
দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের চেয়ে প্রথম ইনিংসে ২১৮ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা, হাতে আছে ৭ উইকেট। প্রথম ইনিংসে এখন পর্যন্ত তাদের সংগ্রহ ১৩৬ রানে ৩ উইকেট। ৩৪* রানে দিনেশ চান্দিমাল এবং ২৯* রানে অপরাজিত থাকা ধনঞ্জয় ডি সিলভা তৃতীয় দিনের খেলার শুরু করবেন।
এর আগে প্রথম দিনে স্বাগতিকদের দুই অপরাজিত ব্যাটসম্যান ক্রেইগ ব্রাথওয়েট এবং রাহকিম কর্নওয়াল আজ তাদের কাঙ্ক্ষিত সেঞ্চুরি এবং ফিফটি তুলে নিয়েছেন। অষ্টম উইকেটে জুটিতে এ দুজন মিলে যোগ করেন ১০৩ রান। তাদের ব্যাটে ভর করেই স্বস্তিদায়ক সাড়ে তিনশো রানের গন্ডি পেরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
সুরাঙ্গা লাকমালের চতুর্থ শিকার হওয়ার আগে ৯২ বলে রহিম কর্নওয়ালের ব্যাট থেকে আসে ৭৩ রান, যেখানে ১০টি চার মেরেছেন উইন্ডিজ অলরাউন্ডার। আর শেষ ব্যাটসম্যান হিসেবে চামিরার বলে বোল্ড আউট হওয়ার আগে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেওয়া ক্যারিবিয়ান অধিনায়ক করেন ১২৬ রান। ৩১১ বলের তার এই দূর্দান্ত ইনিংসে ছিল ১৩টি চার।
জবাবে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় শ্রীলঙ্কা। ১ রান করে আলজারি জোসেফের বলে বোনারের দূর্দান্ত এক ক্যাচে সাজঘরে ফিরেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। এরপর দ্বিতীয় উইকেটে জুটি গড়েন লাহিরু থিরিমান্নে এবং ওশাদা ফার্নান্দো। তবে লম্বা সময় ব্যাটিংয়ের পর এই দুইজন সেট ব্যাটসম্যান অল্পরানের ব্যবধানেই আউট।
ওশাদা ৭১ বলে ১৮ এবং থিরিমান্নে ৬ চারে ১০৮ বলে করেন ৫৫ রান। তবে দ্রুত দুই উইকেট হারালেও চতুর্থ উইকেটে চান্ডিমাল এবং ধনঞ্জয়ের ৫৯* রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপে দিনের বাকি সময়টা নির্বিঘ্নেই কাটিয়ে দেয় শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোরঃ
ওয়েস্ট ইন্ডিজঃ ৩৫৪/১০ (১১১.১ ওভার); ক্রেইগ ব্রাথওয়েট ১২৬, কর্নওয়াল ৭৩, মায়ার্স ৪৯; লাকমাল ৪/৯৪, চামিরা ৩/৬৯
শ্রীলঙ্কাঃ ১৩৬/৩ (৬১ ওভার); থিরিমান্নে ৫৫, চান্ডিমাল ৩৪*, ধনঞ্জয় ২৩*; মায়ার্স ১/৬