নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে বোলিং করতে নেমে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ দল, দুই ওপেনার মার্টিন গাপটিল ও ফিন অ্যালেনের পর ভয়ংকর ডেভন কনওয়েকেও ফিরিয়েছে টাইগার পেসাররা।
নিউজিল্যান্ডে বাংলাদেশের দুর্দশার অন্যতম কারণ ফিল্ডিং, সেই ধারাবাহিকতা দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টেনে এনেছেন মাহমুদউল্লাহ রিয়াদরা। ইনিংসের চতুর্থ ওভারে ফিন অ্যালেনের ক্যাচ ছেড়েছেন অধিনায়ক রিয়াদ, তবে একই ওভারে নাঈম শেখের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন তাসকিন আহমেদ।
টসে হেরে ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও ফিন অ্যালেন, তবে তাসকিন আহমেদের করা চতুর্থ ওভারে চড়াও হন আগের ম্যাচে ডাক মারা ফিন অ্যালেন। প্রথম বলে মাটের বাহিরে বল পাঠালেও দ্বিতীয় বলে ক্যাচ তুলে দেন অ্যালেন, তবে সেটি নিতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ।
তবে, ওভারের শেষ বলে আবারও ক্যাচ তুলে দেন অ্যালেন, এবার আর মিস করেননি তরুণ নাঈম শেখ। তার দারুণ ক্যাচে ১০ বলে ১৭ রান করেই ফিরতে হয় ফিন অ্যালেনকে, পাওয়ার-প্লের শেষ ওভারে মার্টিন গাপটিলকে ফেরান মোহাম্মদ সাইফুদ্দিন; এক হাতে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন তাসকিন আহমেদ।
প্রথম টি-টোয়েন্টিতে হারের পর ডেভন কনওয়েকে ফেরানোর উপায় খোজার কথা জানিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, অধিনায়কের সেই ব্যথা মাথা থেকে দূর করে দিয়েছেন শরিফুল ইসলাম। আউট হওয়ার আগে ৯ বলে ১৫ রান করেন ডেভন কনওয়ে, ৫৫ রানে ৩ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।
বাংলাদেশ একাদশ